পরিণীতা (টেলিভিশন ধারাবাহিক)
অবয়ব
| পরিণীতা | |
|---|---|
শিরোনাম কার্ড | |
| চিত্রনাট্য | জ্যোতি হাজরা |
| কাহিনিকার | সৌভিক চক্রবর্তী |
| পরিচালক | কৃষ বোস |
| সৃজনশীল পরিচালক | শ্রীজিৎ রায় |
| শ্রেষ্ঠাংশে |
|
| দেশ | ভারত |
| মূল ভাষা | বাংলা |
| পর্বের সংখ্যা | ২৭০ |
| নির্মাণ | |
| নির্বাহী প্রযোজক |
|
| চিত্রগ্রাহক | সংকল্প দাশগুপ্ত |
| সম্পাদক |
|
| নির্মাণ প্রতিষ্ঠান | জি বাংলা প্রোডাকশনস |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | জি বাংলা |
| মুক্তি | ১১ নভেম্বর ২০২৪ – বর্তমান |
পরিণীতা হলো ভারতীয় বাংলা ভাষার একটি টেলিভিশন ধারাবাহিক, যা ১১ নভেম্বর ২০২৪ থেকে জি বাংলায় সম্প্রচারিত হয়।[১][২] ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঈশানী চট্টোপাধ্যায় ও উদয় প্রতাপ সিং।[৩] অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন সুব্রত গুহ রায়, নরেন ভট্টাচার্য, মনোজ ওঝা, দ্রোণ মুখোপাধ্যায়, অনন্যা দাস, সুরভী মল্লিক, সৌমিলি বিশ্বাস।[৪][৫]
অভিনয়শিল্পী
[সম্পাদনা]মুখ্য চরিত্র
[সম্পাদনা]- ঈশানী চট্টোপাধ্যায় – পারুল চক্রবর্তী
- উদয় প্রদাপ সিং[৬] – রায়ান বসু
পার্শ্ব চরিত্র
[সম্পাদনা]- সুব্রত গুহ রায়[৭] – আশুতোষ বসু (রায়ানের দাদু)
- গোপা নন্দী - সুরমা বসু (রায়ানের ঠাম্মী)
- সৌম্য সেনগুপ্ত - শিবুতোষ বসু (ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি ডিন, আশুতোষ বসুর জ্যাঠাতো দাদা, রায়ানের দাদু)
- অচেনা অভিনেত্রী / কৌশিকী বসু - শিবুতোষ বসু স্ত্রী, রায়ানের ঠাম্মী
- সুরভী মল্লিক – শিরীন রায় (রায়ানের বান্ধবী)
- অনিন্দ্য চট্টোপাধ্যায় – তূর্য (পারুলের বন্ধু)
- দ্রোণ মুখোপাধ্যায়[৮] – গোপাল চক্রবর্তী (পারুলের দাদা)
- অনন্যা দাস – রুক্মিণী (রায়ানের দিদি)
- মনোজ ওঝা – পরিতোষ বসু (রায়ানের বাবা)
- অঙ্কিতা মাঝি – মৌসুমী বসু (রায়ানের মা)
- অনির্বাণ ঘোষ – মনোজিৎ বসু (রায়ানের কাকা)
- সুলগ্না চক্রবর্তী - যুথীকা বসু (রায়ানের কাকী)
- সৌমিলি বিশ্বাস – পৌষালী বসু (রায়ানের পিসি)
- রিয়াজ লস্কর – মল্লার বসু (রায়ানের কাকাতো ভাই)
- শৈলী ভট্টাচার্য – রাকা বসু (রায়ানের বোন)
- স্নেহা দাস - ত্বরিতা বসু (রায়ানের কাকাতো বৌদি)
- সোমরূপ দাস - মৈনাক বসু (রায়ানের কাকাতো দাদা)
- সঙ্গীতা বিশ্বাস - মানালি (রায়ানের কাকাতো দিদি)
- অরুনাভ দে - সন্দীপ (রায়ানের কাকাতো জামাইবাবু)
- নরেন ভট্টাচার্য – বাসুদেব চক্রবর্তী (পারুলের বাবা)
- অলিভা ভট্টাচার্য - তপতী চক্রবর্তী (পারুলের মা)
- সার্বিক পাল – পলাশ চক্রবর্তী (পারুলের ভাই)
- সুরজিৎ বন্দ্যোপাধ্যায় - (পারুলের জ্যাঠা)
- স্মৃতিকা মজুমদার - (পারুলের জ্যাঠি)
- তন্নিষ্ঠা বিশ্বাস -
- রঞ্জিনী চট্টোপাধ্যায় - চঞ্চলের মা
- রাজা চ্যাটার্জী - সৌমিত্র রায়, শিরীনের বাবা
- শাওন দে - শিঞ্জিনী রায় ওরফে শিঞ্জিন, শিরীনের মা
- সাওলি চট্টোপাধ্যায় - গায়েত্রী (পারুলের আসল মা)
- দেবাংশে পল - টগর চক্রবর্তী (পারুলের বোন)
- তানিয়া ভৌমিক - ভাদু চক্রবর্তী (পারুলের জ্যাঠাতো বোন)
- ঋত্বিক পুরকাইত – সমীরণ ঘোষাল
- ইন্দ্রনীল চক্রবর্তী - অবিনাশ ঘোষাল, সমীরণের বাবা
- মনীশ চক্রবর্তী - সমীরণের মামা
- ডালিয়া ঘোষ - পাখি, সমীরণের মামার রক্ষিতা
- অম্লান মজুমদার - তপন জানা, তূর্যর দাদু
- ওমকার ভট্টাচার্য - ওমকার
- প্রিয়াঞ্জলী দাস - সুমেধা
- স্রোতস্বিনী স্রোত - স্রোতস্বিনী
- শ্রী দত্ত - শ্রী
- মধুরিমা মুখার্জী - মধুরিমা বাগচী
- বনানী দে - রাশমিকা
- রূপম সরকার - সূর্য
- শ্রীতমা মুখার্জী - শ্রীতমা
- অরিজিৎ গাঙ্গুলী - সুতীর্থ
- সঞ্চিতা সরকার - সঞ্চিতা
- সায়ান রোয়ান -
- রীমা মন্ডল - রীমা
- প্রতিটি মিত্র - রীধিমা
- অভ্যুদয় দে - অভ্যুদয়
- অর্কোপল তালুকদার - অর্কোপল
- তন্ময় বন্দ্যোপাধ্যায় – নাড়ু (বসুবাড়ির গাড়িচালক)
- মৌলি দত্ত -
- মধুশ্রী ধর - রানু
- সৌমিক হাজরা - চঞ্চল
- মৌমিতা খান - মালতী
- অঙ্কন কুমার - বলাই
- রুমি মুখোপাধ্যায় - অতসী ঘোষ
- অরূপ রায় - সম্ভু ঘোষ / শিবু ঘোষ
- অনুপ -
- পঞ্চানন -
- সুরজিৎ প্রামানিক - মিহির
- অচেনা অভিনেতা - শুস্নাত, সন্দীপের বস
- অচেনা অভিনেতা - দেবজ্যোতি ওরফে ডিজে, রাকার প্রাক্তন প্রেমিক
- রাজ দত্ত -
- শিভাঙ্গী - পিয়ালী
- শুভ রঞ্জন মুখোপাধ্যায় - ডা. কিংশুক, শিরিনের বন্ধু
- দীপাঞ্জন ভট্টাচার্য -
- অচেনা অভিনেতা - পুলিশ অফিসারের চরিত্রে
- ছন্দক চৌধুরী - পুলিশ অফিসারের চরিত্রে
- বিপ্লব বন্দ্যোপাধ্যায় - শিক্ষামন্ত্রী
- আকাশদীপ আকাশ - বি. মাঝি
- অচেনা অভিনেতা - নিবিড়, রুক্মিনী বন্ধু
- রূপসা চট্টোপাধ্যায় - রুক্মিনী বান্ধবী
- রাহুল মুখোপাধ্যায় - রুক্মিনী বন্ধু
- অচেনা অভিনেত্রী - রুক্মিনী বান্ধবী
- অচেনা অভিনেত্রী - পুলিশ অফিসারের চরিত্রে
- অস্মিতা চক্রবর্তী - অভিনন্দা, ভিডিও ম্যাডাম
- গোরা ধর - পুলিশ অফিসারের চরিত্রে
- অজানা অভিনেত্রী - দময়ন্তী সিনহা
- জয়ন্ত বন্দোপাধ্যায় -
- নীলোৎপল বন্দ্যোপাধ্যায় - রতন
- অচেনা অভিনেতা - রতন বাবা
- অচেনা অভিনেত্রী - রতন মা
- পায়েল দত্ত - পারুলের উকিল
- অচেনা অভিনেতা - মৌসুমী উকিল
- অচেনা অভিনেতা - জজ
- সুবান রায়
- সেঁজুতি সেনগুপ্ত - অভিনন্দা মা
- গৌতম মুখোপাধ্যায়
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Parineeta' to premiere on November 11; Which Bengali serial to go off-air for the new show?"। The Times of India। ৩০ অক্টোবর ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "TRP: ১ম সপ্তাহেই কামাল করল পরিণীতা! ফুলকি-জগদ্ধাত্রীকে কি হটিয়ে দিল টপার থেকে"। Hindustantimes Bangla। ২১ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Ananda, A. B. P. (৮ নভেম্বর ২০২৪)। "এক গ্রামের মেয়ের জীবন বদলে যাওয়ার গল্প, আসছে ঈশানী আর উদয়ের নতুন ধারাবাহিক 'পরিণীতা'"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "লম্বা বিরতি কাটিয়ে পরিণীতায় 'প্রতিবাদী' পিসি হয়ে ফিরছেন সৌমিলি, বললেন…"। Hindustantimes Bangla। ১০ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Bharat, E. T. V. (১১ নভেম্বর ২০২৪)। "টক-ঝাল-মিষ্টি সম্পর্কে পর্দায় অন্যরকম পারুল-রায়ানের কেমিস্ট্রি"। ETV Bharat News। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "TRP: উদয়ের কাছে টিআরপিতে হারল আদৃত! কড়া টক্করে টপার হল এই মেগা, কথা-র কী হাল"। Hindustantimes Bangla। ১৯ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ "বাংলা ধারাবাহিক দাঁড়িয়ে রয়েছে পার্শ্বচরিত্রের উপর নির্ভর করে, সামনে দু'টি মিষ্টি মুখ"। anandabazar.com। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।
- ↑ Bharat, E. T. V. (২৮ নভেম্বর ২০২৪)। "ছবির টাইটেল কার্ডে প্রথম নাম পাল্টান দ্রোণ, কারণ খোলসা করলেন অভিনেতা"। ETV Bharat News। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৫।