পরগাছা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরগাছা

পরগাছা বলতে বোঝায়  যে গাছ অপর গাছে জন্মায় ও তাকেই আশ্রয় করে বাঁচে। পরগাছার ইংরেজি প্রতিশব্দ Mistletoe এবং আরেকটি প্রতিশব্দ  Parasite ; যা para এবং sitos এই দুটি গ্রীক শব্দ হতে উদ্ভূত । Para অর্থ নিকটে বা পাশে এবং sitos অর্থ পুষ্টি । উৎপত্তিগতদিক এবং ব্যবহারগত দিক থেকে যে উদ্ভিদ অন্য উদ্ভিদের দেহে বসবাস করে এবং বসবাসকারী উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে জীবিকা নির্বাহ করে তাকে পরগাছা বলা যায় । পরগাছা যে উদ্ভিদের দেহ থেকে খাদ্য বা পুষ্টি গ্রহণ করে তাকে পােষক ( host ) বলা হয় । পরগাছা এবং রাক্ষুসে জীব এক নয় । রাক্ষুসে জীব সাধারণত অন্য জীবকে খেয়ে ফেলে । অনেক সময় রাক্ষুসে জীব তার চেয়ে বড় জীবকেও খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে । কিন্তু পরগাছা সব সময়ই তার পােষক অপেক্ষা ছােট ও দুর্বল হয়ে থাকে । পরগাছা কখনােই তার পোষককে খেয়ে ফেলে না ; বরং পােষকের থেকে পানি এবং প্রয়োজনীয় খাদ্য উপাদান শােষণ করে জীবিকানির্বাহ করে ও পােষকের দেহে বসবাস করে । পরগাছা (Mistletoe)  আংশিক পরজীবী Loranthaceae গোত্রের সপুষ্পক গুল্ম, যা পোষক উদ্ভিদের উপর পরিবর্তিত মূলের সাহায্যে জন্মে। পরগাছা উদ্ভিদ পোষক গাছের গায়ে লেগে থাকে এবং ওই গাছ থেকে পানি ও বেঁচে থাকার জন্য অন্যান্য পুষ্টি উপাদান সংগ্রহ করে। পাখিরা এদের বীজের অঙ্কুরোদগমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁঠাল, আম ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ ফলের গাছ এবং শাল, সেগুন, গামারি ইত্যাদি বনজ গাছ পরগাছার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।[১]

জীবনচক্র[সম্পাদনা]

পরগাছা উদ্ভিদ  পোষক গাছ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে এবং পোষকদের নানা ক্ষতি করে, যেমন: পোষক গাছের সতেজতা ও বৃদ্ধির হার কমে যায়, দুর্বল ফল ও বীজ উৎপন্ন হয়, আগা শুকিয়ে ওঠে, বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় ও অনেক সময় অকালে মারা যায়।

পরিবেশগত গুরুত্ব[সম্পাদনা]

পরগাছাকে সাধারণত ক্ষতিকর উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয়। কারণঃ এটি গাছের ক্ষতি করে এবং অনেক সময় গাছকে মেরে ফেলে। কিন্তু অনেক প্রাণি পরগাছাকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। অনেক পরগাছা আকর্ষণীয় ফুল ও ফল উৎপন্ন করে। বীজসহ ফল পাখিরা খায়, কিন্তু বীজ হজম না হওয়ায় তা মলের সাথে বের হয়ে আসে। এ বীজ গাছের ডালে পতিত হয়ে অঙ্কুরিত হয় ও বাড়তে থাকে। বর্ষাকালে পরগাছার বীজ বিস্তার লাভ করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরগাছা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  2. "পরগাছা উদ্ভিদ"www.fozli.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯