পতাকায় ইসলামি প্রতীকযুক্ত দেশের তালিকা
অবয়ব
এটি ইসলামি প্রতিকযুক্ত দেশ ও অঞ্চলের পতাকার তালিকা। ইসলামি প্রতীকগুলোর মধ্যে রয়েছে শাহাদাহ্, তাকবির, হিলাল এবং ইসলামের পঞ্চস্তম্ভ। এই তালিকাতে দেশ এবং প্রদেশ ছাড়াও নির্ভরশীল অঞ্চলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তবে যেসব দেশের পতাকায় কেবল প্যান-আরব রঙ রয়েছে সেগুলো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অবশ্য তালিকার দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়।
বর্তমান
[সম্পাদনা]সার্বভৌম দেশসমূহ
[সম্পাদনা]দেশ | পতাকা | গৃহীত | প্রতীক | সরকারের ধরণ |
---|---|---|---|---|
আফগানিস্তান | ![]() |
২০১৩ | শাহাদাহ | ইসলামী প্রজাতন্ত্র |
আলজেরিয়া | ![]() |
১৯৬২ | হিলাল | প্রজাতন্ত্র |
আজারবাইজান | ![]() |
১৯৯১ | ||
বাহরাইন | ![]() |
১৯৭২ রাজত্ব হিসাবে ফেব্রুয়ারি ২০০২ সালে গৃহীত হয়েছিল | আরকান আল ইসলাম। | সাংবিধানিক রাজতন্ত্র |
ব্রুনেই | ![]() |
১৯৫৯ ১৯৮৪ সালে ধরে রাখা | হিলাল | |
কোমোরোস | ![]() |
২০০২ | প্রজাতন্ত্র | |
ইরান | ![]() |
১৯৬৪৪ সালে বর্তমান রূপটি ১৯৮০ সালে গৃহীত হয়েছিল | শাহাদা | ইসলামী প্রজাতন্ত্র |
ইরাক | ![]() |
তকবীরের সাথে ১৯৬৩ ১৯৯১ এ যুক্ত হয়েছিল। ২০০৮ সালে আপডেট হয়েছে। | তাকবীর | প্রজাতন্ত্র |
লিবিয়া | ![]() |
১৯৫১ | হিলাল | |
মালয়েশিয়া | ![]() |
১৯৬৩ | সাংবিধানিক রাজতন্ত্র | |
মালদ্বীপ | ![]() |
১৯৬৫ | প্রজাতন্ত্র | |
মরিতানিয়া | ![]() |
১৯৫৯ | ইসলামী প্রজাতন্ত্র | |
পাকিস্তান | ![]() |
১৯৪৭ | ইসলামী প্রজাতন্ত্র | |
সৌদি আরব | ![]() |
১৯৭৩ | শাহাদাহ | পরম রাজতন্ত্র |
সিঙ্গাপুর | ![]() |
১৯৬৩ | হিলাল | প্রজাতন্ত্র |
তিউনিসিয়া | ![]() |
১৯৫৯ | ||
তুরস্ক | ![]() |
১৯৩৬ | ||
তুর্কি প্রজাতন্ত্রী উত্তর সাইপ্রাস | ![]() |
১৯৮৩ | ||
তুর্কমেনিস্তান | ![]() |
১৯৯১ | ||
উজবেকিস্তান | ![]() |
১৯৯১ | হিলাল ও আল্লাহ | প্রজাতন্ত্র |
আঞ্চলিক প্রদেশ, অঞ্চল ও রাজ্য
[সম্পাদনা]প্রাক্তন
[সম্পাদনা]সার্বভৌম দেশ | পতাকা (শেষ) | বছর | পতাকা (নতুন) |
---|---|---|---|
আফগানিস্তান | ![]() |
১৯৯৬-২০০১ | ![]() |
কমোরোস | ![]() |
১৯৯৬-২০০২ | ![]() |
মিশর | ![]() |
১৮৮২-১৯২২ | ![]() |
![]() |
১৯২২-১৯৫৩ | ||
![]() |
১৯৫৩-১৯৫৮ | ||
ইরাক | ![]() |
১৯৯১-২০০৩ | ![]() |