ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
![]() | |
প্রতিষ্ঠিত | ২০১২ |
---|---|
পরিচালক | কাজী দীন মোহাম্মদ |
অবস্থান | আগারগাঁও, শেরেবাংলা নগর , , |
ওয়েবসাইট | http://www.nins.gov.bd |
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (অর্থাৎ "জাতীয় স্নায়ুবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতাল") বাংলাদেশ সরকার পরিচালিত আগারগাঁওয়ে অবস্থিত একটি পূর্ণাঙ্গ স্নায়ুবিজ্ঞান প্রতিষ্ঠান। স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক।[১][২]
ইতিহাস[সম্পাদনা]
১০ তলা ভবনে ৩শ' বেডের অত্যাধুনিক নিউরো সায়েন্স ইনস্টিটিউটটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে আগারগাঁওয়ে ২০০৩ সালে পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স ইনস্টিটিউট করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকল্প হাতে নেয়া হয়। ২০০৯ সালে নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেশে প্রতিষ্ঠা করার কার্যক্রম শুরু করা হয়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইনস্টিটিউটটি চালু করা হয়। এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠায় ব্যয় হয় ২৩১ কোটি টাকা। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে নিউরো সায়েন্স ইনস্টিটিউটের অপারেশন ও চিকিৎসা সেবা চালু করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রতি বছর নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ তৈরি হচ্ছে ইনস্টিটিউটটিতে।[৩][৪]
বিভাগ[সম্পাদনা]
- নিউরোলজি বিভাগ ("স্নায়ুচিকিৎসাবিজ্ঞান")
- নিউরোসার্জারি বিভাগ ("স্নায়ুশল্যবিজ্ঞান")
- পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগ ("শিশু স্নায়ুচিকিৎসাবিজ্ঞান")
- পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ ("শিশু স্নায়ুশল্যবিজ্ঞান")
- নিউরোফিজিওলজি বিভাগ ("স্নায়ুশারীরবিজ্ঞান")
- নিউরো-ইনটার্ভেনশন বিভাগ ("স্নায়বিক হস্তক্ষেপমূলক চিকিৎসা")
- নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগ ("স্নায়বিক পুনর্বাসন")
- নিউরো-রেডিওলজি বিভাগ ("স্নায়ু-রঞ্জনবিজ্ঞান")
- নিউরো-প্যাথোলজি বিভাগ ("স্নায়ুরোগবিজ্ঞান")
- ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ ("পরিভরণ চিকিৎসা")
- ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগ ("সঙ্কটকালীন সেবা চিকিৎসা")
- কার্ডিওলজি বিভাগ ("হৃদবিজ্ঞান")
- নিউরো-অ্যানাস্থেসিয়া বিভাগ ("স্নায়ু-অবেশনবিজ্ঞান")
- পরীক্ষাগার বিজ্ঞান বিভাগ
আরো দেখুন[সম্পাদনা]
- সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
- বারডেম জেনারেল হাসপাতাল
- শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "National Institute of Neurosciences and Hospital – NINS | ShopnoBaz"। shopnobaz.com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩।
- ↑ nins। "Home"। www.nins.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২৩।
- ↑ "উন্নত চিকিৎসা, তবে শয্যা সঙ্কটে নিউরোসায়েন্স হাসপাতাল || শেষের পাতা"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বহির্বিভাগের রোগীরা সন্তুষ্ট"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯।