ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জামশেদপুর

স্থানাঙ্ক: ২২°৪৬′৩২″ উত্তর ৮৬°০৮′৪৭″ পূর্ব / ২২.৭৭৫৫° উত্তর ৮৬.১৪৬৩° পূর্ব / 22.7755; 86.1463
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জামশেদপুর
এনআইটি জামশেদপুর
ধরনসরকারি
স্থাপিত১৯৬০; ৬২ বছর আগে
চেয়ারম্যানপ্রফেসর করুণেশ কুমার শুক্লা
অবস্থান, ,
২২°৪৬′৩২″ উত্তর ৮৬°০৮′৪৭″ পূর্ব / ২২.৭৭৫৫° উত্তর ৮৬.১৪৬৩° পূর্ব / 22.7755; 86.1463
শিক্ষাঙ্গনশহুরে, ৩২৫ একর (১৩২ হেক্টর)
ওয়েবসাইটwww.nitjsr.ac.in
মানচিত্র

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জামশেদপুর (এনআইটি জামশেদপুর বা এনআইটিজেএসআর), ভারতের জামশেদপুর, ঝাড়খণ্ডে অবস্থিত। ভারতের কারিগরি শিক্ষার জন্য জাতীয় গুরুত্বের একটি প্রতিষ্ঠান হিসেবে জামশেদপুরে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ১৫ আগস্ট, ১৯৬০-এ একটি আঞ্চলিক ইনস্টিটিউট অফ টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ২৭ ডিসেম্বর, ২০০২-এ একটি পরিগণিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সহ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এ উন্নীত করা হয়। ভারতের ৩১টি এনআইটির মধ্যে জামশেদপুর একটি, সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের (এমএইচআরডি) নিয়ন্ত্রণাধীন। ভারত সরকারের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৫৬–৬১) অংশ হিসাবে প্রতিষ্ঠিত ৮টি এনআইটির মধ্যে এর অবস্থান তৃতীয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

প্রধান প্রশাসনিক ভবন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, জামশেদপুর আঞ্চলিক ইনস্টিটিউট অব টেকনোলজি হিসাবে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বিহার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী (অবিভক্ত) ড. শ্রীকৃষ্ণ সিনহা এর প্রতিষ্ঠার পেছনে অবদান রাখেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের তারিখটি বেছে নেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার (১৯৫৬–১৯৬১) অংশ হিসাবে প্রতিষ্ঠিত প্রথম আটটি আঞ্চলিক প্রকৌশল কলেজের মধ্যে এটি একটি।[১]

প্রবেশদ্বার, এনআইটি জামশেদপুর

শিক্ষা কার্যক্রম এবং ভর্তি[সম্পাদনা]

প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে পিএইচডি এবং বারো সেমিস্টার পর্যায়ে বিভিন্ন বিষয়ে কোর্স প্রদান করে।[১] এটি জেইই-মেইন এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে BTech এর স্নাতক কোর্সে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। যা সমস্ত এনআইটিতে ভর্তির পূর্বশর্ত।

র‍্যাঙ্কিং[সম্পাদনা]

২০২০ সালে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ভারতের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে জামশেদপুরের অবস্থান ছিলো ৭৯তম।[২] ২০২১ এর র‍্যাঙ্কিং-এ এটি ৮৬ তম ও ২০২২-এ ৯০ তম অবস্থানে নেমে এসেছ।[৩]

উৎসব[সম্পাদনা]

প্রতিষ্ঠানটিতে তিনটি বার্ষিক উৎসব পালিত হয়:

  • ওজাস, শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত দক্ষতা প্রদর্শনের জন্য কলেজের একটি টেকনো-ম্যানেজমেন্ট ফেস্টিভ্যাল।[৪]
  • উর্জা, বার্ষিক অ্যাথলেটিক্স স্পোর্টস মিট।
  • কালফেস্ট, একটি সাংস্কৃতিক উৎসব।[৫]
  • টেকনিকা, সারা ভারত থেকে মেটালার্জিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক উৎসব।[৬]
  • বিধান, এনআইটি জামশেদপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি দ্বারা পরিচালিত একটি নাগরিক শাখা উৎসব।[৭]
  • এনআইটি জামশেদপুর কনফারেন্স ক্যাটালাইসিস অ্যান্ড ফটোক্যাটালাইসিস ফর ক্লিন এনার্জি (সিপিসিই)[৮]

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র[সম্পাদনা]

  • মল্লি মাস্তান বাবু - বিশ্বের দ্রুততম ৭জন পর্বতারোহীর একজন।[৯]
  • কুল মান ঘিসিং - নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, তিনি লোডশেডিং বন্ধ করার জন্য পরিচিত।
  • রাম বিনয় শাহী - এনার্জি ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান। বোম্বে সাবারবান ইলেকট্রিক সাপ্লাই লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ভারত সরকারের শক্তি মন্ত্রণালয়-এর প্রাক্তন সচিব।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About us"। NIT Jamshedpur। ১৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩ 
  2. "NIRF Engineering Ranking 2020" 
  3. "इंजीनियरिंग में BIT Mesra 46वें स्थान पर तो NIT Jamshedpur को 86वां रैंक, जानें झारखंड के अन्य कॉलेज का हाल"Prabhat Khabar - Hindi News (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১১ 
  4. "OJASS 13"। NITJSR। ২৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩ 
  5. "CULFEST'17"। NITJSR। ২৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৭ 
  6. "Technica" 
  7. "CES NIT JSR"। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩ 
  8. "NIT Jamshedpur Conference Catalysis and Photocatalysis for Clean Energy (CPCE)" 
  9. "World's Fastest 7 Summiteer"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:National Institutes of Technologyটেমপ্লেট:Kolhan Division topics