বিষয়বস্তুতে চলুন

নোলক বাবু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোলক বাবু
জন্মনামফরহাদ
জন্মজামালপুর, বাংলাদেশ
ধরনলোকগীতি
পেশাগায়ক
বাদ্যযন্ত্রগান গাওয়া
কার্যকাল২০০৫-বর্তমান
লেবেলএনটিভি
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

নোলক বাবু একজন বাংলাদেশী গায়ক। তিনি ক্লোজআপ ওয়ান এর প্রতিযোগিতার একজন আধুনিক গায়ক হিসেবে প্রথম পুরস্কার বিজয়ী, যা একটি টিভি অনুষ্ঠান সবার অংশ গ্রহণ ও ভোটের মাধ্যমে সেরা গায়ক নির্বাচন করে।

প্রথম জীবন

[সম্পাদনা]

নোলক বাবু জামালপুর জেলায় জন্ম গ্রহণ করেন। তার পারিবারিক নাম ছিল ফরহাদ। তিনি একটি গরীব পরিবারে দারিদ্রতার সাথে লড়াই করে বেড়ে উঠেন। সংগীত শিক্ষা গ্রহণের কোন সুযোগ ছিলনা তার। এর পরেও তিনি কিছু সহায়তা পেয়েছেন জামালপুর শিল্পকলা একাডেমী (সংগীত একাডেমী) থেকে। তার মা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম এবং তিনি খুব দূর্বল ছিলেন তাই তিনি ছেলের সংগীত শিক্ষার অর্থ যোগাড় করতে পারেননি।

২০০৫ সালে যখন ক্লোজআপ১ শুরু হয় তখন ফরহাদ নিজের নাম নিবন্ধন করেন নোলক বাবু হিসেবে।

ক্লোজআপ১

[সম্পাদনা]

সিলেকশন রাউন্ডে তিনি এসেছিলেন মনোযোগের সহিত "শোয়া চান পাখি" নামের প্রয়াত লোকগীতি গায়ক উকিল মুন্সীর একটি জনপ্রিয় লোকগীতি নিয়ে। পরের রাউন্ডে তিনি গান "আমার গায়ে যত দুঃখ সয়", "মেঘ ভাঙ্গা রোদ", "কেন এই নিঃসঙ্গতা", "তারা ভরা রাতে" এবং "মা গো ভাবনা কেন"। অবশেষে তাকে ইন্টারনেট ও মোবাইল এসএমএস এর মাধ্যমে ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

একক এলবাম সমুহ

[সম্পাদনা]
  • সে যে কন্যা ভালো (২০০৬)
  1. আমি তোমায় পাব
  2. যার সঙ্গে ছিলনা পরিচয়
  3. মা রে বেহেস্ত তুমি
  4. মন পাখি
  5. ও আমার চক্ষু নাই
  6. ঐ দূরের গাঁয়ে
  7. অন্তরের ভিতর
  8. প্রেম যারা খোজে ফিরে
  9. সে যে কন্যা ভালো
  10. স্বপ্ন মেয়ে
  • দুই চোখের কাঁদন (২০০৮)
  1. আমার মাঝে বিলিন তুমি
  2. ভালবাসার দূরবিক্ষ
  3. দুই চোখের কাঁদন
  4. দুঃখ দেবে কারে
  5. এত ভালো মন
  6. এত রুপ অঙ্গে
  7. কেউ বাসে না
  8. কত যন্ত্রণা কিনে কিনে
  9. মাটিরে মাটি
  10. নাইরে পরকাল
  11. নিজের কাঁধে নিজের লাশ
  12. অপরাধী

ইসলামি গান

[সম্পাদনা]

নোলক বাবু বেশ কিছু ইসলামি গান গেয়েছেন

২০১৩ সালে প্রকাশিত হয় শাহ সোহেল এর কথায় 'আমি নামাজ পড়লাম না রে 'শিরোনামে গান

এছাড়াও আরো রয়েছে

*রহমের ফল্গু ধারা----গীতিকার ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।

*তোমার সমীপে------গীতিকার বেলাল হোসাইন নূরী ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।

*করবে আমায় পার----গীতিকার ও সুরকার আয়েশা সিদ্দিকা পাঠান।

সমালোচনা

[সম্পাদনা]

নোলক বাবু মানুষের নিন্দার মুখে পড়েন তার জীবনধারা দ্রুত পরিবর্তন করা ও অশিষ্টাচারের কারণে। ২০০৭ সালে তিনি একজন পথিককে রাস্তায় মারধর করার কারণে কয়েকদিন জেল খেটেছেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "SLATE"web.archive.org। ২০০৮-০৮-২১। ২০০৮-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৭