বিষয়বস্তুতে চলুন

নোয়েল টাটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোয়েল টাটা
২০১৩ সালে
জন্ম
নোয়েল নবল টাটা

১৯৫৭ (বয়স ৬৭–৬৮)
নাগরিকত্বআইরিশ
শিক্ষাসাসেক্স বিশ্ববিদ্যালয়, ইনসিড
পেশাচেয়ারম্যান, টাটা ট্রাস্ট, ট্রেন্ট লিমিটেড, ভোল্টাস লিমিটেড
ব্যবস্থাপনা পরিচালক, টাটা গ্রুপ
দাম্পত্য সঙ্গীআলু মিস্ত্রী
সন্তান
পিতা-মাতানবল টাটা
সিমোন টাটা
আত্মীয়পালনজি মিস্ত্রী (শ্বশুর) রতন টাটা (সৎ ভাই)

নোয়েল নবল টাটা (হিন্দি: नोएल नवल टाटा; জন্ম ১৯৫৭) একজন ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডীয় ব্যবসায়ী। তিনি টাটা ট্রাস্ট, ট্রেন্টটাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং টাইটান কোম্পানিটাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। []

তার সৎ ভাই রতন টাটার মৃত্যুর পর ১১ অক্টোবর ২০২৪-এ তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। টাটা ট্রাস্টের ৬৬% অংশীদারি টাটা সন্স, টাটা গ্রুপের অসংখ্য ফার্মের হোল্ডিং কোম্পানি। []

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি টাটা পরিবারের অংশ, তিনি নবল টাটা এবং সিমোন টাটার পুত্র। [] তিনি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা এবং জিমি টাটার সৎ ভাই। []

টাটা সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুলে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রামে যোগ দেন। []

কর্মজীবন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dutt, Ishita Ayan (২৯ মার্চ ২০২২)। "Tata Steel board approves appointment of Noel Naval Tata as vice-chairman"Business Standard 
  2. "Ratan Tatas Successor: Noel Tata Appointed Chairman of Tata Trusts"Times of India। ১১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪ 
  3. Carvalho, Brian; Layak, Suman (১ নভেম্বর ২০০৯)। "The Other Tata"Business Today। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৯