নোয়েল টাটা
অবয়ব
নোয়েল টাটা | |
---|---|
![]() ২০১৩ সালে | |
জন্ম | নোয়েল নবল টাটা ১৯৫৭ (বয়স ৬৭–৬৮) |
নাগরিকত্ব | আইরিশ |
শিক্ষা | সাসেক্স বিশ্ববিদ্যালয়, ইনসিড |
পেশা | চেয়ারম্যান, টাটা ট্রাস্ট,
ট্রেন্ট লিমিটেড, ভোল্টাস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, টাটা গ্রুপ |
দাম্পত্য সঙ্গী | আলু মিস্ত্রী |
সন্তান | ৩ |
পিতা-মাতা | নবল টাটা সিমোন টাটা |
আত্মীয় | পালনজি মিস্ত্রী (শ্বশুর) রতন টাটা (সৎ ভাই) |
নোয়েল নবল টাটা (হিন্দি: नोएल नवल टाटा; জন্ম ১৯৫৭) একজন ভারতীয় বংশোদ্ভূত আয়ারল্যান্ডীয় ব্যবসায়ী। তিনি টাটা ট্রাস্ট, ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং টাইটান কোম্পানি ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। [১]
তার সৎ ভাই রতন টাটার মৃত্যুর পর ১১ অক্টোবর ২০২৪-এ তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। টাটা ট্রাস্টের ৬৬% অংশীদারি টাটা সন্স, টাটা গ্রুপের অসংখ্য ফার্মের হোল্ডিং কোম্পানি। [২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]তিনি টাটা পরিবারের অংশ, তিনি নবল টাটা এবং সিমোন টাটার পুত্র। [৩] তিনি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা এবং জিমি টাটার সৎ ভাই। [৩]
টাটা সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুলে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রামে যোগ দেন। [৩]
কর্মজীবন
[সম্পাদনা]![]() | এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dutt, Ishita Ayan (২৯ মার্চ ২০২২)। "Tata Steel board approves appointment of Noel Naval Tata as vice-chairman"। Business Standard।
- ↑ "Ratan Tatas Successor: Noel Tata Appointed Chairman of Tata Trusts"। Times of India। ১১ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ গ Carvalho, Brian; Layak, Suman (১ নভেম্বর ২০০৯)। "The Other Tata"। Business Today। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৯।