নেহালপুর ইউনিয়ন, মণিরামপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেহালপুর ইউনিয়ন
ইউনিয়ন
নেহালপুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলামণিরামপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটnehalpurup.jessore.gov.bd

নেহালপুর ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত মণিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪০ সালে প্রথম যশোর মহকুমার অধীনে বর্তমান নেহালপুর ও বর্তমান মনোহরপুর এই ২টি ইউনিয়নের স্বমন্নয়ে নেহালপুর ইউনিয়ন গঠিত ছিল। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৪২ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তী সময়ে পর্যায়ত্ক্রমে মোঃ আব্দুল আজিজ,বাবু প্রহল্লাদ চন্দ্র বিশ্বাস, এ্যাডঃ কামরুজ্জামান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক নেহালপুর ইউনিয়ন থেকে মনোহরপুর ইউনিয়নকে পৃথক করে বর্তমান নেহালপুর ও বর্তমান মনোহরপুর এই ২টি ইউনিয়নের নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ০৩ টি ছোট বড় গ্রাম মিলিয়েই নেহালপুর ইউনিয়ন পরিষদ।

নেহালপুর ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পুর্বে বর্তমান নেহালপুর ও বর্তমান মনোহরপুর ইউনিয়ন এর অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। বর্তমান গাজীপাড়া সংলগ্ন নেহালউদ্দিন নামে নেহালপুর গ্রামের ধনাঢ্য এক ব্যক্তির বসবাস ছিল। নেহালউদ্দিন সেই আমলের ব্যক্তিদের মধ্যে অন্যতম প্রথম নেহালপুর ইউনিয়ন নামের প্রস্তাবকারী ছিলেন। সেই থেকে নেহালউদ্দিন এর নামেই নেহালপুর গ্রামের নাম করণ করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "এক নজরে নেহালপুর ইউনিয়ন"nehalpurup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭