নীলমণি দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলমণি দেবী
জন্ম (1938-09-01) ১ সেপ্টেম্বর ১৯৩৮ (বয়স ৮৫)
থংজাও কেইথেল লাইকাই, থৌবাল জেলা, মণিপুর, ব্রিটিশ ভারত (অধুনা ভারত)
মৃত্যু
থংজাও মণিপুর
পেশাকুমোর প্রশিক্ষক
পরিচিতির কারণমৃৎশিল্প
দাম্পত্য সঙ্গীনওরেম শ্যামজাই সিং
পিতা-মাতাখড়াইবম দেবসিংহ সিংহ
খড়াইবম ওঙ্গবি সানাজাওবি দেবী
পুরস্কারপদ্মশ্রী
তুলসী সম্মান পুরস্কার
মাস্টার কারিগর জন্য জাতীয় পুরস্কার
সমাজ কল্যাণ সেবা পুরস্কার
লায়ন্স ক্লাব আন্তর্জাতিক কর্মযোগী পুরস্কার।

নীলমণি দেবী মণিপুরের একজন ভারতীয় কারিগর এবং কুমোরদের গুরু। [১] তার তৈরি দুটি তথ্যচিত্র চলচ্চিত্রের বিষয়বস্তু হয়ে উঠেছে। মিতি অর মনব প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি কৌল এবং নীলামণি মণিপুরের কুমোরদের গুরু আরিবাম সিয়াম শর্মা । [২] টিভি ধারাবাহিক, মহাভারতও একটি পর্বে তাঁর রচনাগুলি দেখিয়েছিল। ভারত সরকার তার চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত পদ্মশ্রী ২০০৭ সালে প্রদান করেন। তিনি এই পুরস্কার পান মৃত্শিল্প তৈরীর শিল্পে তার অবদানসমূহের জন্য। [৩]

জীবনী[সম্পাদনা]

তিনি দেবী ১ সেপ্টেম্বর ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। থৌবাল জেলার উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যের মণিপুর এবং তার মায়ের কাছ থেকে উপার্জন করার জন্য তিনি মৃত্শিপ্লের কাজ শিখতে শুরু করেন। [২] শৈশবকালে তিনি তার পিতামাতাকে হারিয়েছিলেন, তবে খাদি এবং গ্রাম উদ্যোগ মন্ডলের সহযোগীতায় বিহারের সোমথল পরগনায় তিনি পড়াশোনা চালিয়ে যান এবং ১৯৬০ সালে তাঁর পড়াশোনা শেষ করেন। তার কর্মজীবন মণিপুর সরকারের শিল্প অধিদপ্তরে বিক্ষোভকারী হিসাবে শুরু হয়েছিলেন। কিন্তু চাকরিটি ছেড়ে তিনি ১৯৬৬ সালে পটারি ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার শুরু করার জন্য তার গ্রামে ফিরে আসেন। সেখানে তিনি স্থানীয় মহিলাদেরকে মৃৎশিল্প তৈরিতে প্রশিক্ষণ দিয়েছিলেন যা তাদের জীবিকা নির্বাহে সহায়তা করেছে বলে জানা যায়।

দেবী তার কাজের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন এবং তিনি ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন । তিনি ছিলেন একজন ভারতীয় প্রতিনিধিবর্গের একজন সদস্য যিনি ’৫ ভারতীয় কারিগরের' প্রদর্শনী এবং প্রয়োগ ইথোগ্রাফির জাদুঘর সুইডেনের অংশ ।[৪] তিনি জাপানের বেশ কয়েকটি স্থানে প্রদর্শনীতে এবং বিক্ষোভগুলিতে অংশ নিয়েছিলেন। যেমন হায়গো প্রিফেকচারাল মিউজিয়াম অফ আর্ট, কোবে, (দ্য আর্ট অফ আদিবাসী), টোব্যাকো এবং সল্ট মিউজিয়াম, টোকিও, টোগেন মিউজিয়াম, শিরেন এবং ইয়ামানাসি, সাইতামা প্রিফেকচারাল মিউজিয়াম অফ হিস্টোরি। এবং তিনি লোককাহিনী, এবং মিথিলা যাদুঘর, টোকামাচি এবং নিগাতাতে (ভারতীয় আদিবাসী শিল্প প্রদর্শনী) পদর্শনী দেখিয়েছেন। ১৯৮৬ সালে, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি কৌল দেবীর একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। যার নাম ছিল মিতি অর মনব এবং অরিবাম সিয়াম শর্মা ২০০৩ সালে দূরদর্শনের নন-ফিচার চলচ্চিত্র নীলমণি: মণিপুরের মাস্টার পটার তৈরি করেছিলেন।[৫][৬] ভারতীয় টিভি সিরিজের অন্যতম পর্ব, মহাভারত এবং ফরাসি টেলিভিশন দ্বারা নির্মিত মহাভারত টিভি সিরিজের প্রথম তিন পর্ব তার মৃৎশিল্প সৃষ্টির বৈশিষ্ট্যযুক্ত। তাঁর রচনার বিশদটি হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুমস এক্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা ১৯৯৯ সালে প্রকাশিত হয়। অন্যান্য মাস্টার্স: ভারতের পাঁচটি সমসাময়িক লোক ও উপজাতি শিল্পীদের একটি বইয়ের মুদ্রণেও নথিভুক্ত করা হয়েছে। বইটি গোয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অধ্যয়নের জন্য একটি নির্ধারিত পাঠ্য।[৭][৮]

১৯৮৬ সালে তিনি দুটি পুরস্কার পেয়েছিলেন। একটি হলো ভারত সরকার কর্তৃক সম্মানের শংসাপত্রের সাথে মাস্টার কারিগরদের জন্য জাতীয় পুরস্কার এবং মধ্য প্রদেশ সরকার থেকে তিনি তুলসী সম্মান পুরস্কার পেয়েছিলেন। [৪] ২০০৫-২০০৬ চলাকালীন, তিনি সুইডেন ভ্রমণকালে আরও দুটি পুরস্কার, সমাজ কল্যাণ সেবা পুরস্কার এবং লায়ন্স ক্লাব আন্তর্জাতিক থেকে কর্মযোগী পুরস্কার পেয়েছিলেন। [২] ২০০৭ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী নাগরিক পুরস্কারের জন্য প্রজাতন্ত্র দিবস সম্মান তালিকায় অন্তর্ভুক্ত করে আবার সম্মানিত করে। [৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Traditional Pottery Designed by Naorem Ongbi Neelamani Devi"। E Pao। ২০১৬। ৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৬ 
  2. "Padmashree Awardee - 2007 in the field of Pottery"। E Pao। ১৮ জুন ২০০৯। ১০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৬ 
  3. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 
  4. "Ministry of Home Affairs, Blog report" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১০ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬ 
  5. "Profile on Yumpu"। Ministry of Foreign Affairs। ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬ 
  6. "Filmography of Aribam Syam Sharma"। Official website। ২০১৬। ১৪ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬ 
  7. Jyotindra Jain (Ed.) (১৯৯৮)। Other Masters : Five Contemporary Folk and Tribal Artists of India। Handicrafts and Handlooms Exports Corporation of India। পৃষ্ঠা 88। ওসিএলসি 41132379 
  8. "Indian Folk and Tribal Art Practices"। University of Goa। ২০১৬। ২৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬