নিশা রবিকৃষ্ণন
অবয়ব
নিশা রবিকৃষ্ণন | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | বাণিজ্যে স্নাতক |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৮ – বর্তমান |
নিশা রবি কৃষ্ণন (নিশা মিলানা নামেও পরিচিত) একজন কন্নড় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।[১] তিনি বিদ্যালয়ে অধ্যয়নকালে টেলিভিশনে অভিনয় শুরু করেছিলেন এবং ২০২৪ সালে অংশু-তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিশার বাবা রবিকৃষ্ণন এবং মা উষা। তার বাবা মাণ্ড্য রমেশের দলের সঙ্গে মঞ্চনাটকে অভিনয় করতেন। বাবার অনুপ্রেরণায় তিনি মঞ্চনাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী হয়ে ওঠেছিলেন। নিশা কর্নাটকী সঙ্গীত ও ভরতনাট্যমে প্রশিক্ষিত।
কর্মজীবন
[সম্পাদনা]নিশা প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন স্টার সুবর্ণা চ্যানেলে সম্প্রচারিত সর্বমঙ্গলা মঙ্গলয়ে ধারাবাহিকে, যেখানে তিনি মুখ্য চরিত্রের বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। কয়েক বছর পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর তিনি গাট্টিমেলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]টেলিভিশন
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | চ্যানেল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৮ – ২০১৯ | সর্বমঙ্গলা মঙ্গলয়ে | নিত্যা | কন্নড় | স্টার সুবর্ণা | [২] |
২০১৯ – ২০২৪ | গাট্টিমেলা | অমূল্যা | জি কন্নড় | [৩] | |
২০২১ – ২০২২ | মুত্যামন্তা মুদ্দু | গীতা | তেলুগু | জি তেলুগু | |
২০২২ – বর্তমান | আম্মায়িগারু | অপরূপা | জি তেলুগু | ||
২০২৪ – বর্তমান | আণ্ণায়্যা | ডা. পার্বতী | কন্নড় | জি কন্নড় |
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | টীকা | সূত্র |
---|---|---|---|---|---|
২০২৪ | অংশু | ধৃতি | কন্নড় | নারী কেন্দ্রিক চলচ্চিত্র | [৪] |
২০২৫ | অন্দোন্দিত্তু কালা ![]() |
ঘোষিত হবে | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gattimela Actress Nisha: Amulya's Character And My Real-Life Personality Are Dead Opposite"। ২৭ জুন ২০১৯।
'Nisha Television Journey
- ↑ "Sarvamangala Mangalye - Disney+ Hotstar"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ZEE5"।
- ↑ "Nisha Ravikrishnan Bigscreen Debut"। Bangalore Mirror। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৪।
- ↑ Features, C. E. (২০২৫-০১-২৮)। "Vinay Rajkumar's 'Andondittu Kaala' eyes March release"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৯।