নিয়তি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিয়তি
নিয়তি চলচ্চিত্র এর পোষ্টার
পরিচালকজাকির হোসেন রাজু অমিত কুমার সামন্ত(ভারত)
প্রযোজকজাজ মাল্টিমিডিয়া এসকে মুভিজ
শ্রেষ্ঠাংশেআরিফিন শুভ
ফাল্গুনি রহমান জলি
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
পরিবেশকজাজ মাল্টিমিডিয়াএসকে মুভিজ
দেশ বাংলাদেশ
 ভারত
ভাষাবাংলা

নিয়তি জাকির হোসেন রাজু পরিচালিত নাটকিয়, প্রণয়ধর্মী চলচ্চিত্র। এটি বাংলাদেশ এবং ভারত এর যৌথ প্রয়োজনায় নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি ২০১৬ সালের ১০ ই জুন ভারতে ও বাংলাদেশে ১২ আগস্ট মুক্তি পায়। এর শ্রেষ্ঠাংশে রয়েছেন আরিফিন শুভ এবং নবাগত ফাল্গুনি রহমান জলি। চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয় ২০১৫ সালের ১৫ নভেম্বর আশুলিয়ার একটি বাড়িতে ঘরোয়া মহরত এর মাধ্যমে।

কাহিনি[সম্পাদনা]

হিরোপ্রধান এই ছবিটি ‘নোটবুক’ আর ‘হান্ড্রেড ডেজ উইথ মিস্টার এরোগেন্ট’র প্লট অনুসরণ করেছে।[১]

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

ট্রিভিয়া[সম্পাদনা]

এটি জাজ মাল্টিমিডিয়াএসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম চলচ্চিত্র যার নায়ক নায়িকা উভয়েই বাংলাদেশি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিয়তি : গল্প যেখানে সিনেমার হিরো"বাংলা মুভি ডেটাবেজ। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]