নিজামপুর মাওলানা আবদুল গণি (রহ.) দাখিল মাদ্রাসা
ধরন | দাখিল মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯৯০ |
অধ্যক্ষ | মোহাম্মদ ইউনুছ নজিরী |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | ওয়াহেদপুর, মীরসরাই, চট্টগ্রাম। |
নিজামপুর মাওলানা আবদুল গণি (রহ.) দাখিল মাদ্রাসা বাংলাদেশের একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামে অবস্থিত।[১] মাদ্রাসাটির ই আই আই এন নাম্বার ১০৪৬৫৩।[২]
ইতিহাস[সম্পাদনা]
মাদ্রাসাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।[১] মাদ্রাসাটির অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইউনুছ নজিরী। বর্তমানে আড়াই শতাধিক শিক্ষার্থী এই মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[১] মাদ্রাসা ভবনটি একটি আধাপাকা ভবন। এই মাদ্রাসায় দাখিল পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। বিগত বছরের পাশের হার ৯৮%।[১]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "নিজামপুর মাওলানা আব্দুল গনি রহঃ দাখিল মাদ্রাসা"। সরকারি ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ১১ অগাস্ট ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Nizampur Mawlana Abdul Gani (rh:) Dakhil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১।