নিজামউদ্দিন আহমেদ (স্থপতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিজামউদ্দিন আহমেদ
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপিএইচডি
মাতৃশিক্ষায়তনশেফিল্ড বিশ্ববিদ্যালয়
পেশাস্থপতি, বিশ্ববিদ্যালয় প্রশাসক

নিজামউদ্দিন আহমেদ একজন বাংলাদেশী স্থপতি, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সাবেক উপাচার্য। তিনি ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কমনওয়েলথ স্কলার ও ফেলো ছিলেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

নিজামউদ্দিন আহমেদ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ডিন ও বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বুয়েটের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। খেলাধুলার প্রতি আগ্রহী নিজামউদ্দিন দীর্ঘদিন বাংলাদেশ টাইমস ও ডেইলি স্টার পত্রিকায় ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২ নম্বর সেক্টরের প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

নিজামউদ্দিন আহমেদ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য ছিলেন। ২০২২ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগ দেন।[১][২]

প্রকাশনা[সম্পাদনা]

তিনি কিশোর বিশ্ব স্থাপত্য, অগ্নি নিরাপত্তা, অকোসিস অব আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেকচার ফর ডেভেলপিং কান্ট্রিজ প্রভৃতি বইয়ের রচয়িতা।[৩]

স্থাপত্যকর্ম[সম্পাদনা]

নিজামউদ্দিন আহমেদ ছায়ানট, শিল্পকলা একাডেমি নাট্যশালা, সেনাকুঞ্জ, রোভার পল্লী অডিটোরিয়াম, গলফ গার্ডেন অডিটোরিয়াম প্রভৃতির ইন্টেরিয়র ডিজাইন করেছেন। এছাড়া তার উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে—[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্থপতি ড. নিজাম উদ্দিন বিইউএফটির নতুন উপাচার্য"জাগোনিউজ২৪.কম। ২০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  2. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক নিজামুদ্দিন"আজকের পত্রিকা। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  3. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে স্থপতি ড. নিজামউদ্দিন আহমেদ-এর যোগদান"যায়যায়দিন। ৯ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২ 
  4. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হলেন ড. নিজামউদ্দিন আহমেদ"নয়া দিগন্ত। ১০ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২