নিউ ক্যালিডোনিয়ায় ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিউ ক্যালিডোনিয়ায় ইসলাম একটি সংখ্যালঘু ধর্মবিশ্বাস, যার অনুসারী জনসংখ্যার ২.৬% বা ৬,৩৫৭ জন। এই সম্প্রদায়টি মূলত জাভানীয় জনগোষ্ঠীর,[১] এবং মূলত ফরাসী এবং আরবি বা ইন্দোনেশীয় ভাষায় কথা বলে, যা তাদের এবং পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া এবং ফিজির ইংরেজপ্রবণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাষাগত ব্যবধান সৃষ্টি করে।[২] নুমেয়ায় একটি ইসলামিক কেন্দ্র রয়েছে এবং বুরাইলে অন্য একটি আলজেরীয়-কালেডোনীয়দের খাদ্যাদি পরিবেশন কেন্দ্র আছে।[৩]

ইতিহাস[সম্পাদনা]

নিউ ক্যালিডোনিয়ায় প্রথম মুসলমানদের মধ্যে ১৮৮২ সালে সেখানে প্রেরিত আলজেরীয় বন্দীরা ছিল,[৪] তার পরে ইন্দোনেশীয়, সোমালি এবং আরব শ্রমিকরা আসে।[১]

১৯৭৫ সালে একটি পূর্ববর্তী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশন দেস মুসুলমানস দে নুভলে কালেডোনি (নিউ ক্যালিডোনিয়া মুসলিম অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠিত হয়েছিল।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. R. G. Crocombe (২০০৭)। Asia in the Pacific Islands: Replacing the West। editorips@usp.ac.fj। পৃষ্ঠা 375–। আইএসবিএন 978-982-02-0388-4। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  2. Emiliana Afeaki; R. G. Crocombe; John McClaren (১৯৮৩)। Religious cooperation in the Pacific Islands। University of the South Pacific। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  3. Globalization and the re-shaping of Christianity in the Pacific Islands। Pacific Theological College। ২০০৬। আইএসবিএন 978-982-348-020-6। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  4. M. Alī Kettani (১৯৮৬)। Muslim minorities in the world today। Mansell। আইএসবিএন 978-0-7201-1802-5। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২ 
  5. Farzana Shaikh (১৯৯২)। Islam and Islamic groups: a worldwide reference guide। Longman Group UK। আইএসবিএন 978-0-582-09146-7। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১২