নাসির মালিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাসির মালিক
১৯৭৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে নাসির মালিক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনাসির আহমেদ মালিক
জন্ম১ ফেব্রুয়ারি, ১৯৫০
লিয়লপুর, পাঞ্জাব, পাকিস্তান
মৃত্যু৩১ জুলাই, ১৯৯৯
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৪)
৭ জুন ১৯৭৫ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৪ জুন ১৯৭৫ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা
ব্যাটিং গড়
১০০/৫০ -/-
সর্বোচ্চ রান ০*
বল করেছে ১৮০
উইকেট
বোলিং গড় ১৯.৬০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং -/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ এপ্রিল ২০২০

নাসির আহমেদ মালিক (উর্দু: نصیر ملک‎‎; জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৫০ - মৃত্যু: ৩১ জুলাই, ১৯৯৯) পাঞ্জাবের লিয়লপুর এলাকায় জন্মগ্রহণকারী পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি, খৈরপুর ক্রিকেট সংস্থা, পাকিস্তান ন্যাশনাল ব্যাংক ও সিন্ধু দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন নাসির মালিক

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৬৯-৭০ মৌসুম থেকে ১৯৮১-৮২ মৌসুম পর্যন্ত নাসির মালিকের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন নাসির মালিক। ৭ জুন, ১৯৭৫ তারিখে লিডসে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১৪ জুন, ১৯৭৫ তারিখে নটিংহামে শ্রীলঙ্কা দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। অংশগ্রহণকৃত তিনটি ওডিআই ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলেছিলেন। ঐ প্রতিযোগিতায় তার দল গ্রুপ পর্ব থেকে বিদেয় নেয়। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

৩১ জুলাই, ১৯৯৯ তারিখে মাত্র ৪৯ বছর বয়সে পাঞ্জাবের লাহোর এলাকায় নাসির মালিকের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Players / Pakistan / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  2. "Pakistan ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 
  3. "Pakistan ODI Bowling Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]