নারী মহাকাশচারীদের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে জনসন স্পেস সেন্টারে নাসার বর্তমান ও প্রাক্তন নারী মহাকাশচারীদের জমায়েত। বসে (বাঁদিক থেকে): ক্যারোলিন হান্টুন (জেএসসি-এর প্রথম নারী নির্দেশক), এলেন বেকার, ম্যারি ক্লীভ, রেয়া সেডন, অ্যানা ফিশার, শ্যানন লুসিড, এলেন ওকয়া, সান্দ্রা ম্যাগ্নাস।

দাঁড়িয়ে (বাঁদিক থেকে); জীনেট এপস, ম্যারি এলেন ওয়েবার, মা্র্শা আইভিন্স, ট্রাসি ক্যাল্ডওয়েল ডাইসন, বনি দুনবার, ট্যামি জার্নিগম, ক্যাডি কোলম্যান, জ্যানেট কাভান্ডি, সেরেনা আনন্‌, ক্যাটে রুবিন্স, স্টেফানি উইলসন, ডোটি মেটকাফ-লিন্ডেনবার্গার, মেগান ম্যাকআর্থার, ক্যারেন নিবার্গ, লিসা নওয়াক।

নিম্নবর্ণিত বিষয় হোল প্রথম উড়ান অনুযায়ী সাজানো মহাকাশে সফরকারী নারীদের একটা তালিকা। যদিও ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রথম নারী মহাকাশে উড্ডয়ন করেছিল, একেবারে শুরুতে ছিল মানব চালিত মহাকাশ অনুসন্ধান, পরবর্তী প্রায় কুড়ি বছরের আগে আর উড়ান সম্ভব হয়নি। ১৯৮০ খ্রিস্টাব্দের দশকে নারী মহাকাশচারীগণ সাধারণ হয়ে গিয়েছিলেন। এই তালিকায় মহাকাশচারী এবং মহাকাশ অভিযাত্রী উভয়েই সংশ্লিষ্ট।

ইতিহাস[সম্পাদনা]

ডিসেম্বর ২০১৯-এর হিসাব অনুযায়ী, ৫৬৫ জন মহাকাশ সফরকারীর মধ্যে ৬৫ জন হলেন নারী। এঁদের মধ্যে ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে একজন করে; কানাডা, চিন ও জাপান থেকে দুজন করে; সোভিয়েত ইউনিয়ন/রাশিয়া থেকে চারজন এবং যুক্তরাষ্ট্র থেকে ৫০ জন। দেশ অনুযায়ী পুরুষ এবং নারী মহাকাশচারীদের উড়ানের মধ্যে সময়ের অনেক ব্যবধান ছিল। আসলে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ইরানের প্রথম মহাকাশচারীরা ছিলেন নারী, যেখানে ভোস্তক  যানে মহাকাশে প্রথম পুরুষ থেকে ভোস্তক  যানে মহাকাশে প্রথম নারী পর্যন্ত দু-বছরের একটা ব্যবধান ছিল এবং যথাক্রমে ফ্রিডম ৭ এবং এসটিএস-৭ মহাকাশযানে মার্কিন পুরুষ ও মার্কিন নারীর মহাকাশ অভিযানের সময়ের ব্যবধান ছিল ২২ বছর। চিনের ক্ষেত্রে শেনঝোউ ৫ এবং শেনঝোউ ৫শেনঝোউ ৯ মহাকাশ মিশন দুটোর সময়ের ব্যবধান ছিল প্রায় সাড়ে আট বছর, এবং ইতালির ক্ষেত্রে এসটিএস-৪৬ এবং এক্সপেডিশন ৪২ মহাকাশ উড়ানের সময়ের ব্যবধান ছিল আনুমানিক বারো বছর।

মহাকাশে প্রথম ও দ্বিতীয় নারীর মধ্যে ১৯ বছরের ব্যবধান তৈরি হয়েছে। তাঁরা হলেন ভোস্তক ৬ এবং সোইয়ুজ টি-৭ মিশন দুটোর মহাকাশচারী। যদিও সোভিয়েত ইউনিয়ন প্রথম দুজন নারীকে মহাকাশে পাঠিয়েছিল, মহাকাশে নারীদের মধ্যে মাত্র চারজন সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়ার নাগরিক। যাইহোক, ব্রিটিশ, ফরাশি, ইতালিয়ান, ইরানীয়-মার্কিন এবং দক্ষিণ কোরীয় নারীগণ সকলে সোভিয়েত এবং রাশিয়ান মহাকাশ কর্মসূচির অঙ্গ হিসেবে উড্ডয়ন করেছেন। একইভাবে, কানাডা, ভারত, জাপান এবং আমেরিকা থেকে নারীগণ সকলে যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচির অধীনে উড্ডয়ন করেছেন। মহাকাশে প্রথম এবং দ্বিতীয় মার্কিন নারীর মধ্যে সময়ের ব্যবধান ছিল এক বছর। যেখানে মহাকাশে প্রথম মার্কিন পুরুষ এবং মহাকাশে প্রথম মার্কিন নারীর মধ্যে ব্যবধান ছিল ২০ বছর, উপর্যুপরি শেনঝোউ ৯ এবং শেনঝোউ ১০ মিশনে মহাকাশে প্রথম এবং দ্বিতীয় চিনা নারীর সময়ের ব্যবধান ছিল এক বছর।

মহাকাশ উড়ান সম্পূর্ণ করা নারী মহাকাশচারীগণ[সম্পাদনা]

# ছবি নাম

জন্ম তারিখ
দেশ মন্তব্য অভিযানসমূহ (প্রক্ষেপণ তারিখ)
ভ্যালেন্তিনা তেরেশকোভা
মার্চ ৬, ১৯৩৭
 সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম নারী।
মহাকাশে নবীনতম নারী (বয়স ২৬)।
একমাত্র নারী যিনি একক মহাকাশ উড়ান করেছেন।
ভোস্তক ৬ (১৬ জুন ১৯৬৩)
স্ভেৎলানা সাভিৎস্কায়া
অগস্ট ৮, ১৯৪৮
 সোভিয়েত ইউনিয়ন মহাকাশ স্টেশনে উড্ডয়ন করা প্রথম নারী (স্যালিয়ুৎ ৭, ১৯৮২)।
মহাকাশে পদচারণা করা প্রথম নারী (জুলাই ২৫, ১৯৮৪)।
মহাকাশে দ্বিতীয় উড়ান করা প্রথম নারী।
সোইয়ুজ টি-৫ (১৯ জুলাই ১৯৮২)
সোইয়ুজ টি-১২ (জুলাই ১৭, ১৯৮৪)
স্যালি রাইড
মে ২৬, ১৯৫১
মৃত্যু জুলাই ২৩, ২০১২
 যুক্তরাষ্ট্র মহাকাশে প্রথম মার্কিন নারী এসটিএস-৭ (১৮ জুন ১৯৮৩)
এসটিএস-৪১-জি (৫ অক্টোবর ১৯৮৪)
জুডিথ রেসনিক
এপ্রিল ৫, ১৯৪৯
মৃত্যু জানুয়ারি ২৮, ১৯৮৬
 যুক্তরাষ্ট্র মহাকাশে চতুর্থ মহিলা, মহাকাশে দ্বিতীয় আমেরিকান মহিলা। 'চ্যালেঞ্জার' 'বিপর্যয়ে মারা গেছেন। এসটিএস-৪১-ডি (অগস্ট ৩০, ১৯৮৪)
এসটিএস-৫১-এল (জানু ২৮, ১৯৮৬)
ক্যাথরিন ডি সুলিভান
অক্টোবর ৩, ১৯৫১
 যুক্তরাষ্ট্র দ্বিতীয় নারী এবং প্রথম আমেরিকান যিনি মহাকাশে পদচারণা করেছেন (অক্টো ১১, ১৯৮৪) এসটিএস-৪১-জি (অক্টো ৫, ১৯৮৪)
এসটিএস-৩১ (এপ্রিল ২৪, ১৯৯০)
এসটিএস-৪৫ (মার্চ ২৪, ১৯৯২)
অ্যানা লি ফিশার
অগস্ট ২৪, ১৯৪৯
 যুক্তরাষ্ট্র মহাকাশে মা হিসেবে প্রথম।[১] এসটিএস-৫১-এ (নভে ৮, ১৯৮৪)
মার্গারেট রেয়া সেডন
নভেম্বর ৮, ১৯৪৭
 যুক্তরাষ্ট্র এসটিএস-৫১-ডি (এপ্রিল ১২, ১৯৮৫)
এসটিএস-৪০ (জুন ৫, ১৯৯১)
এসটিএস-৫৮ (অক্টো ১৮, ১৯৯৩)
শ্যানন লুসিড
জানুয়ারি ১৪, ১৯৪৩
 যুক্তরাষ্ট্র স্পেস স্টেশনে (মির, ১৯৯৬) উড্ডয়ন করা প্রথম মার্কিন নারী।মহাকাশে প্রথম চিনা বঙশোদ্ভূত নারী।তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মহাকাশ উড্ডয়ন করা প্রথম নারী। এসটিএস-৫৬-জি (জুন ১৭, ১৯৮৫)
এসটিএস-৩৪ (অক্টো ১৮, ১৯৮৯)
এসটিএস-৪৩ (অগস্ট ২, ১৯৯১)
এসটিএস-৫৮ (অক্টো ১৮, ১৯৯৩)
এসটিএস-৭৬/৭৯ (মার্চ ২২, ১৯৯৬)
বনি জে দুনবার
মে ৩, ১৯৪৯
 যুক্তরাষ্ট্র এসটিএস-৬১-এ (অক্টো ৩০, ১৯৮৫)
এসটিএস-৩২ (জানু ৯, ১৯৯০)
এসটিএস-৫০ (জুন ২৫, ১৯৯২)
এসটিএস-৭১ (জুন ২৭, ১৯৯৫)
এসটিএস-৮৯ (জানু ২২, ১৯৯৮)
১০ ম্যারি এল ক্লিভ
ফেব্রুয়ারি ৫, ১৯৪৭
 যুক্তরাষ্ট্র এসটিএস-৬১-বি (নভে ২৬, ১৯৮৫)
এসটিএস-৩০ (মে ৪, ১৯৮৯)
১১ এলেন এস বেকার
এপ্রিল ২৭, ১৯৫৩
 যুক্তরাষ্ট্র এসটিএস-৩৪ (অক্টো ১৮, ১৯৮৯)
এসটিএস-৫০ (জুন ২৫, ১৯৯২)
এসটিএস-৭১ (জুন ২৭, ১৯৯৫)
১২ ক্যাথরিন সি থর্নটন
অগস্ট ১৭, ১৯৫২
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা তৃতীয় নারী, বহুমুখী ইভিএ করা প্রথম নারী।(মে ১৪-১৫, ১৯৯২, ডিসে ৬, ১৯৯৩, ডিসে ৮, ১৯৯৩) এসটিএস-৩৩ (নভে ২২, ১৯৮৯)
এসটিএস-৪৯ (মে ৭, ১৯৯২)
এসটিএস-৬১ (ডিসে ২, ১৯৯৩)
এসটিএস-৭৩ (অক্টো ২০, ১৯৯৫)
১৩ মার্শা আইভিন্স
এপ্রিল ১৫, ১৯৫১
 যুক্তরাষ্ট্র এসটিএস-৩২ (জানু ৯, ১৯৯০)
এসটিএস-৪৬ (জুলাই ৩১, ১৯৯২)
এসটিএস-৬২ (মার্চ ৪, ১৯৯৪)
এসটিএস-৮১ (জানু ১২, ১৯৯৭)
এসটিএস-৯৮ (ফেব্রু ৭, ২০০১)
১৪ লিন্ডা এম গডউইন
জুলাই ২,১৯৫২
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা চতুর্থ নারী (মার্চ ২৭, ১৯৯৬, ডিসেম্বর ১০, ২০০১) এসটিএস-৩৭ (এপ্রিল ৫, ১৯৯১)
এসটিএস-৫৯ (এপ্রিল ৯, ১৯৯৪)
এসটিএস-৭৬ (মার্চ ২২, ১৯৯৬)
এসটিএস-১০৮ (ডিসে ৫, ২০০১)
১৫ হেলেন শারম্যান
মে ৩০, ১৯৬৩
 যুক্তরাজ্য মহাকাশে প্রথম ব্রিটিশ নাগরিক। স্পেস স্টেশনে (মির, ১৯৯১) উড্ডয়ন করা দ্বিতীয় নারী। সোইয়ুজ টিএম-১২/টিএম-১১ (মে ১৮, ১৯৯১)
১৬ তামারা ই জার্নিগান
মে ৭, ১৯৫৯
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা পঞ্চম নারী (মে ৩০, ১৯৯৯৯) এসটিএস-৪০ (জুন ৫, ১৯৯১)
এসটিএস-৫২ (অক্টো ২২, ১৯৯২)
এসটিএস-৬৭ (মার্চ ২, ১৯৯৫)
এসটিএস-৮০ (নভে ১৯, ১৯৯৬)
এসটিএস-৯৬ (মে ২৭, ১৯৯৯)
১৭ মিলি হিউজেস-ফুলফোর্ড

ডিসেম্বর ২১, ১৯৪৫
 যুক্তরাষ্ট্র প্রথম নারী পেলোড স্পেশালিস্ট এসটিএস-৪০ (জুন ৫, ১৯৯১)
১৮ রোবার্তা বন্ডার

ডিসেম্বর ৪, ১৯৪৫
 কানাডা মহাকাশে প্রথম কানাডীয় নারী।মহাকাশে প্রথম ইউক্রেনীয়-কানাডীয় নারী। এসটিএস-৪২ (জানু ২২,১৯৯২)
১৯ জাঁ ডেভিস
নভেম্বর ১, ১৯৫৩
 যুক্তরাষ্ট্র ১৯৯২ খ্রিস্টাব্দে তাঁর স্বামী মার্ক সি লি-এর সঙ্গে তিনি মহাকাশে যান। তাঁরাই মহাকাশে একসঙ্গে যাওয়া প্রথম দম্পতি।আলফা জি ডেল্টা ফ্র্যাটার্নিটির সদস্য। এসটিএস-৪৭ (সেপ্টে ১২, ১৯৯২)
এসটিএস-৬০ (ফেব্রুয়ারি ৩, ১৯৯৪)
এসটিএস-৮৫ ( অগস্ট ৭, ১৯৯৭)
২০ মায়ে জেমিসন
অক্টোবর ১৭, ১৯৫৬
 যুক্তরাষ্ট্র মহাকাশে প্রথম আফ্রো-মার্কিনী। এসটিএস-৪৭ (সেপ্টে ১২, ১৯৯২)
২১ সুসান জে হেলমস

ফেব্রুয়ারি ২৬, ১৯৫৮
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা ষষ্ঠ নারী (মার্চ ১১, ২০০১)।দীর্ঘতম সময় ইভিএ করা এক নারী (৮ ঘণ্টা ৫৬ মিনিট)।[২] এসটিএস-৫৪ (জানু ১৩, ১৯৯৩)

এসটিএস-৬৪ (সেপ্টেম্বর ৯, ১৯৯৪)

এসটিএস-৭৮ (জুন ২০, ১৯৯৬)

এসটিএস-১০১ (মে ১৯, ২০০০)

এসটিএস-১০২/১০৫ (মার্চ ৮, ২০০১)
২২ এলেন ওকোয়া
মে ১০, ১৯৫৮
 যুক্তরাষ্ট্র মহাকাশে প্রথম হিস্প্যানিক নারী এসটিএস-৫৬ (এপ্রিল ৮, ১৯৯৩)
এসটিএস-৬৬ ( নভেম্বর ৩, ১৯৯৪)
এসটিএস-৯৬ (মে ২৭, ১৯৯৯)
এসটিএস-১১০ (এপ্রিল ৮, ২০০২)
২৩ জ্যানিস ই ভস

অক্টোবর ৮, ১৯৫৬

মৃত্যু ফেব্রুয়ারি ৬, ২০১২
 যুক্তরাষ্ট্র এসটিএস-৫৭ (জুন ২১, ১৯৯৩)
এসটিএস-৬৩ (ফেব্রুয়ারি ৩, ১৯৯৫)
এসটিএস-৮৩ (এপ্রিল ৪,১৯৯৭)
এসটিএস-৯৪ (জুলাই ১, ১৯৯৭)
এসটিএস-৯৯ (ফেব্রুয়ারি ১১, ২০০০)
২৪ ন্যান্সি জে কুরি
ডিসেম্বর ২৯, ১৯৫৮
 যুক্তরাষ্ট্র এসটিএস-৫৭ (জুন ২১, ১৯৯৩)

এসটিএস-৭০ (জুলাই ১৩, ১৯৯৫)

এসটিএস-৮৮ (ডিসেম্বর ৪, ১৯৯৮)

এসটিএস-১০৯ (মার্চ ১, ২০০২)

২৫ শিয়াকি মুকাই
মে ৬, ১৯৫২
 জাপান মহাকাশে প্রথম জাপানি নারি এসটিএস-৬৫ (জুলাই ৪, ১৯৯৪)

এসটিএস-৯৫ (অক্টোবর ২৯, ১৯৯৮)

২৬ ইয়েলেনা ভি কোন্দাকোভা
মার্চ ৩০, ১৯৫৭
 রাশিয়া দুটো আলাদা মহাকাশযানে সফর করা প্রথম রুশ নারী, সোইয়ুজ টিএম-২০ এবং এসটিএস-৮৪ উভয় মহাকাশযান মির মহাকাশ স্টেশনে পৌঁছেছিল; এবং স্পেস শাটলে সফর করা প্রথম রুশ নারী। সোইয়ুজ টিএম-২০ (অক্টোবর ৩, ১৯৯৪)

এসটিএস-৮৪ (মে ১৫, ১৯৯৭)

২৭ আইলিন কলিন্স
নভেম্বর ১৯, ১৯৫৬
 যুক্তরাষ্ট্র প্রথম নারী শাটল পাইলট এবং শাটল কম্যান্ডার। এসটিএস-৬৩ (ফেব্রুয়ারি ৩, ১৯৯৫)

এসটিএস-৮৪ (মে ১৫, ১৯৯৭)

এসটিএস-৯৩ (জুলাই ২৩, ১৯৯৯)

এসটিএস-১১৪ (জুলাই ২৬, ২০০৫)

২৮ ওয়েন্ডি বি লরেন্স
জুলাই ২, ১৯৫৯
 যুক্তরাষ্ট্র এসটিএস-৬৭ (মার্চ ২, ১৯৯৫)

এসটিএস-৮৬ (সেপ্টেম্বর ২৫, ১৯৯৭)

এসটিএস-৯১ (জুন ২, ১৯৯৮)

এসটিএস-১১৪ (জুলাই ২৬, ২০০৫)

২৯ ম্যারি ই ওয়েবার
অগস্ট ২৪, ১৯৬২
 যুক্তরাষ্ট্র এসটিএস-৭০ (জুলাই ১৩, ১৯৯৫)

এসটিএস-১০১ (মে ১৯, ২০০০)

৩০ ক্যাথেরিন কোলম্যান
ডিসেম্বর ১৪, ১৯৬০
 যুক্তরাষ্ট্র এসটিএস-৭৩ (অক্টোবর ২০, ১৯৯৫)

এসটিএস-৯৩ (জুলাই ২৩, ১৯৯৯)

সোইয়ুজ টিএমএ-২০ (ডিসেম্বর ১৫, ২০১০)

৩১ ক্লডি হেইগনার
মে ১৩, ১৯৫৭
 ফ্রান্স মহাকাশে প্রথম ফরাসি নারী।১৯৯৬ উড়ান ক্লডি আন্দ্রে-দেশয়স হিসেবে ছিল। সোইয়ুজ টিএম-২৪/টিএম-২৩ (অগস্ট ১৭, ১৯৯৬)

সোইয়ুজ টিএম-৩৩/৩২ (অক্টোবর ২১, ২০০১)

৩২ সুসান স্টিল কিলরেইন

অক্টোবর ২৪, ১৯৬১
 যুক্তরাষ্ট্র দ্বিতীয় নারী শাটল পাইলট। এসটিএস-৮৩ (এপ্রিল ৪, ১৯৯৭)

এসটিএস-৯৪ (জুলাই ১, ১৯৯৭)

৩৩ কল্পনা চাওলা
জুলাই ১, ১৯৬১
মৃত্যু ফেব্রুয়ারি ১, ২০০৩
 যুক্তরাষ্ট্র মহাকাশে প্রথম ভারতীয়-আমেরিকান মহিলা। কলম্বিয়া বিপর্যয়ে মারা গেছেন। এসটিএস-৮৭ (নভেম্বর ১৯, ১৯৯৭)

এসটিএস-১০৭ (জানুয়ারি ১৬, ২০০৩)

৩৪ ক্যাথরিন পি হায়ার

অগস্ট ২৬, ১৯৫৯
 যুক্তরাষ্ট্র এসটিএস-৯০ (এপ্রিল ১৭, ১৯৯৮)

এসটিএস-১৩০ (ফেব্রুয়ারি ৮, ২০১০)
৩৫ জ্যানেট এল কাবান্দি
জুলাই ১৭, ১৯৫৯
 যুক্তরাষ্ট্র এসটিএস-৯১ (জুন ২, ১৯৯৮)

এসটিএস-৯৯ (ফেব্রুয়ারি ১১, ২০০০)

এসটিএস-১০৪ (জুলাই ১২, ২০০১)

৩৬ জুলি পায়েট্টি
অক্টোবর ২০, ১৯৬৩
 কানাডা মহাকাশে প্রথমফরাসি কানাডীয় নারী। এসটিএস-৯৬ (মে ২৭, ১৯৯৯)
এসটিএস-১২৭ (জুলাই ১৫, ২০০৯)
৩৭ পামেলা মেলরয়
সেপ্টেম্বর ১৭, ১৯৬১
 যুক্তরাষ্ট্র দ্বিতীয় নারী শাটল কম্যান্ডার। এসটিএস-৯২ (অক্টোবর ১১, ২০০০)
এসটিএস-১১২ (অক্টোবর ৭, ২০০২)

এসটিএস-১২০ (অক্টোবর ২৩, ২০০৭)

৩৮ পেগি হুইটসন
ফেব্রুয়ারি ৯, ১৯৬০
 যুক্তরাষ্ট্র মহাকাশে অতিবাহিত সময় (ক্রমবর্ধিত) এক মার্কিন মহাকাশচারীর ক্ষেত্রে (৬৬৫ দিন)

মহাকাশে পদচারণা করা সপ্তম নারী (অগস্ট ১৬, ২০০২, নভে ৭, ২০০৭, নভে ২০, ২০০৭, নভে ২৪, ২০০৭, ডিস ১৮, ২০০৭, জানু ২৩, ২০০৭, জানু ৬, ২০১৭, মার্চ ৩০, ২০১৭, মে ১২, ২০১৭, মে ২৩, ২০১৭).সকল নারী মহাকাশচারীদের মধ্যে সর্বাধিক দশ সংখ্যক ইভিএ-তে বেশির ভাগ সময় অতিবাহিত করেছেন।[৩] প্রথম নারী আইএসএস কম্যান্ডার (আইএসস এক্সপেডিশন ১৬)।মহাকাশে প্রবীণতম নারী (বয়স ৫৭).

এসটিএস-১১১/১১৩ (জুন ৫, ২০০২)

সোইয়ুজ টিএমএ-১১ (অক্টোবর ১০, ২০০৭)সোইয়ুজ এমএস-০৩ (নভেম্বর ১৭, ২০১৬)

৩৯ সান্দ্রা ম্যাগনাস
অক্টোবর ৩০, ১৯৬৪
 যুক্তরাষ্ট্র এসটিএস-১১২ (অক্টোবর ৭, ২০০২)

এসটিএস-১২৬/১১৯ (নভেম্বর ১৪, ২০০৮)এসটিএস-১৩৫ (জুলাই ৮, ২০১১)

৪০ লরেল বি ক্লার্ক
মার্চ ১০, ১৯৬১
মৃত্যু ফেব্রুয়ারি ১, ২০০৩
 যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিপর্যয়ে মারা গেছেন। এসটিএস-১০৭ (জানুয়ারি ১৬, ২০০৩)
৪১ স্টেফানি উইলসন
সেপ্টেম্বর ২৭, ১৯৬৬
 যুক্তরাষ্ট্র এসটিএস-১২১ (জুলাই ৪, ২০০৬)

এসটিএস-১২০ (অক্টোবর ২৩, ২০০৭)এসটিএস-১৩১ (এপ্রিল ৫, ২০১০)

৪২ লিসা নওয়াক
মে ১০, ১৯৬৩
 যুক্তরাষ্ট্র এসটিএস-১২১ (জুলাই ৪, ২০০৬)
৪৩ হেইডমেয়ার এম স্টেফানিসিন-পাইপার
ফেব্রুয়ারি ৭, ১৯৬৩
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা অষ্টম নারী (সেপ্টে ১২, ২০০৬, সেপ্টে ১৫, ২০০৬, নভে ১৮-১৯, ২০০৮, নভে ২০-২১, ২০০৮, নভে ২২-২৩, ২০০৮)। মহাকাশে প্রথম ইউক্রাইনীয় মার্কিন নারী। এসটিএস-১১৫ (সেপ্টেম্বর ৯, ২০০৬)
এসটিএস-১২৬ (নভেম্বর ১৪, ২০০৮)
৪৪ অনোউশেহ আনসারি

সেপ্টেম্বর ১২, ১৯৬৬
 ইরান /  যুক্তরাষ্ট্র চতুর্থ মহাকাশ পর্যটক এবং প্রথম নারী মহাকাশ পর্যটক। মহাকাশে প্রথম ইরানি। সোইয়ুজ টিএমএ-৯/৮ (সেপ্টেম্বর ১৮, ২০০৬)
৪৫ সুনীতা উইলিয়ামস
সেপ্টেম্বর ১৯, ১৯৬৫[৪]
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা নবম নারী (ডিসে ১৬, ২০০৬, জানু ৩১, ২০০৭, ফেব্রু ৪, ২০০৭, ফেব্রু ৮, ২০০৭, অগস্ট ৩০, ২০১২, সেপ্টে ৫, ২০১২। এসটিএস-১১৬/১১৭ (ডিসেম্বর ৯, ২০০৬)

সোইয়ুজ টিএমএ-০৫এম (জুলাই ১৫, ২০১২)

৪৬ জোয়ান হিগিনবোথাম
অগস্ট ৩, ১৯৬৪
 যুক্তরাষ্ট্র এসটিএস-১১৬ (ডিসেম্বর ৯, ২০০৬)
৪৭ ট্র্যাসি ক্ল্যাডওয়েল ডাইসন

অগস্ট ১৪, ১৯৬৯
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা একাদশ নারী (অগসট ৭, ২০১০, অগস্ট ১১, ২০১০, অগস্ট ১৬, ২০১০)। অ্যাপোলো ১১ উড়ানের পর জন্মানো প্রথম মহাকশচারী।[৫] এসটিএস-১১৮ (অগস্ট ৮, ২০০৭)

সোইয়ুজটিএমএ-১৮ (এপ্রিল ২, ২০১০)
৪৮ বারবারা মর্গ্যান

নভেম্বর ২৮, ১৯৫১
 যুক্তরাষ্ট্র প্রথম শিক্ষক মহাকাশচারী (মহাকাশ প্রকল্পের শিক্ষক)
প্রথম উড়ানকালে মহাকাশে সবচেয়ে বয়স্ক নারী (বয়স ৫৫)
এসটিএস-১১৮ (অগস্ট ৮, ২০০৭)
৪৯ আই সোইয়োন

জুন ২, ১৯৭৮
 প্রজাতন্ত্রী কোরিয়া মহাকাশে প্রথম কোরীয়। সোইয়ুজ টিএমএ-১২ (এপ্রিল ৮, ২০০৮)
৫০ ক্যারে এল নিবার্গ
অক্টোবর ৭, ১৯৬৯
 যুক্তরাষ্ট্র এসটিএস-১২৪ (মে ৩১, ২০০৮)

সোইয়ুজ টিএমএ-০৯এম (মে ২৮, ২০১৩)

৫১ কে মেগান ম্যাকআর্থার
অগস্ট ৩০, ১৯৭১
 যুক্তরাষ্ট্র এসটিএস-১২৫ (মে ১১, ২০০৯)
৫২ নিকোল পি স্কট
নভেম্বর ১১, ১৯৬২
 যুক্তরাষ্ট্র মহাকাশে পদচারণা করা দশম নারী (সেপ্টেম্বর ১-২, ২০০৯)। এসটিএস-১২৮ (অগস্ট ২৮, ২০০৯)

এসটিএস-১৩৩ (ফেব্রুয়ারি ২৪, ২০১১)

৫৩ ডরোথি মেটকাফ-লিন্ডেনবার্গার
মে ১৫, ১৯৭৫
 যুক্তরাষ্ট্র প্রথম স্পেস ক্যাম্প ছাত্রী একজন মহাকাশচারী হয়েছেন। এসটিএস-১৩১ (এপ্রিল ৫, ২০১০)
৫৪ নায়োকো ইয়ামাজাকি
ডিসেম্বর ২৭, ১৯৭০
 জাপান এসটিএস-১৩১ (এপ্রিল ৫, ২০১০)
৫৫ শ্যানন ওয়াকার

জুন ৪, ১৯৬৫
 যুক্তরাষ্ট্র সোইয়ুজ টিএমএ-১৯ (জুন ১৫, ২০১০)
৫৬ লিউ ইয়াঙ্

অক্টোবর ৬, ১৯৭৮
 গণচীন মহাকাশে প্রথম চিনা নারী। শেনঝোউ ৯ (জুন ১৬, ২০১২)
৫৭ ওয়াঙ্ ইয়াপিঙ্
জানুয়ারি ২৭, ১৯৮০
 গণচীন শেনঝোউ ১০ (জুন ১১, ২০১৩)
৫৮ ইয়েলেনা সেরোভা

এপ্রিল ২২, ১৯৭৬
 রাশিয়া আইএসএস এক্সপেডিশন ৪১-এর সদস্য। আইএসএস সফরকারী প্রথম রুশ নারী।[৬] সোইয়ুজ টিএমএ-১৪এম (সেপ্টেম্বর ২৫, ২০১৪)
৫৯ সামান্থা ক্রিস্টোফোরেত্তি

এপ্রিল ২৬, ১৯৭৭
 ইতালি ইএসএ মহাকাশচারী। মহাকাশে প্রথম ইতালীয় নারী এবং আইএসএস-এ প্রথম ইতালীয় নারী।এক্সপেডিশন ৪২/৪৩। সোইয়ুজ টিএমএ-১৫এম (নভেম্বর ২৩, ২০১৪)
৬০ ক্যাথলিন রুবিন্স

অক্টোবর ১৪, ১৯৭৮
 যুক্তরাষ্ট্র আইএসএস এক্সপেডিশন ৪৮ চলাকালীন মহাকাশে পদচারণা করা দ্বাদশ নারী (অগস্ট ১৯, ২০১৬, সেপ্টেম্বর ১, ২০১৬)। সোইয়ুজ এমএস-০১ (জুলাই ৬, ২০১৬)
৬১ সেরেনা অউনন চ্যান্সেলর

এপ্রিল ৯,১৯৭৬
 যুক্তরাষ্ট্র সোইয়ুজ এমএস-০৯ (জুন ৬, ২০১৮)
৬২ অ্যান ম্যাকক্লেইন

জুন ৭, ১৯৭৯
 যুক্তরাষ্ট্র আইএসএস এক্সপেডিশন ৫৯ চলাকালীন মহাকাশে পদচারণা করা ত্রয়োদশ নারী (মার্চ ২২, ২০১৯, এপ্রিল ৮, ২০১৯)। সোইয়ুজ এমএস-১১ (ডিসেম্বর ৩, ২০১৮)
৬৩ বেথ মোসেস  যুক্তরাষ্ট্র (মার্কিন প্রতিরক্ষা বিভাগের শ্রেণীবদ্ধ যথা >৫০ মা (৮০.৪৭ কিমি)) বাণিজ্যিকভাবে পাঠানো এক মহাকাশযানে উড্ডয়ন করা প্রথম নারী। অর্জিত সর্বোচ্চ উচ্চতা ২৯৫,০০৭ ফুট (৫৫.৮৭ মিটার, ৮৯.৯২ কিমি)[৭] ভিএসএস ইউনিটি ভিএফ-০১ (২২ ফেব্রুয়রি, ২০১৯)
৬৪ ক্রিস্টিনা কচ

ফেব্রুয়ারি ২, ১৯৭৯
 যুক্তরাষ্ট্র আইএসএস এক্সপেডিশন ৫৯ চলাকালীন মহাকাশে পদচারণা করা চতুর্দশ নারী (মার্চ ২৯, ২০১৯)। আইএসএস এক্সপেডিশন ৬১ চলাকালীন জেসিকা মেয়ারের সঙ্গে যুগ্মভাবে দুজনে এক সর্ব-নারী ইভিএ পরিচালনা করেন। অবস্থান: আইএসএস (১১:৩৮ ইউটিসি, অক্টোবর ১৮, ২০১৯)।[৮] একজন নারীর জন্যে মহাকাশে ধারাবাহিক সর্বোচ্চ সংখ্যক দিনগুলো (২৮৯ এবং বর্ধিষ্ণু) ০০:১৬ ইউটিসি, ডিসেম্বর ২৯, ২০১৯ অনুযায়ী।[৯] সোইয়ুজ এমএস-১২ (মার্চ ১৪, ২০১৯)
৬৫ জেসিকা মেয়ার

জুলাই ১৫, ১৯৭৭
 যুক্তরাষ্ট্র /  সুইডেন আইএসএস এক্সপেডিশন ৬১ চলাকালীন মহাকাশে পদচারণা করা পঞ্চদশ নারী (অক্টোবর ১৮, ২০১৯)। ক্রিস্টিনা হ্যামক কচের সঙ্গে যুগ্মভাবে প্রথম দুই নারী যাঁরা এক সর্ব-নারী ইভিএ অধিগ্রহণ করেছিলেন। অবস্থান: আইএসএস (১১:৩৮ ইউটিসি, অক্টোবর ১৮,২০১৯)। সোইয়ুজ এমএস-১৫ (সেপ্টেম্বর ২৫, ২০১৯)

অন্যান্য মহাকাশচারী ও মহাকাশচারী প্রার্থীরা[সম্পাদনা]

ছবি নাম জন্ম তারিখ
মৃত্যুর তারিখ
দেশ মন্তব্য
নিকোল অনাপু মান জুন ২৭, ১৯৭৭  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২১, "দ্য 8 বলস",২০১৩।
জিনেট জে এপস নভেম্বর ২, ১৯৭০  যুক্তরাষ্ট্র ২০১১ খ্রিস্টাব্দে মহাকাশচারী প্রার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এপস এক্সপেডিশন ৫৬-এর জন্যে মনোনীত হয়েছিলেন, ২০১৮ খ্রিস্টাব্দের মে মাসে সোইয়ুজ এমএস-৯ দ্বারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু ১৬ জানুয়ারি, ২০১৯, নাসা ঘোষণা অনুযায়ী এপস-এর পরিবর্ত হিসেবে সেরেনা এম আউনন-চ্যান্সেলর প্রতিস্থাপিত হয়েছিল।
প্যাট্রিসিয়া রবার্টসন মার্চ, ১২, ১৯৬৩
মৃত্যু ২৪ মে, ২০০১
 যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ১৭, 'দ্য পেঙ্গুইনস', ১৯৯৮
নাদেজদা কুজেলনায়া নভেম্বর ৬, ১৯৬২  রাশিয়া অবসর মে ২৭, ২০০৪।
ম্যারিয়ান মার্কেজ নভেম্বর ২৫, ১৯৬০  বেলজিয়াম অবসৃত ১৯৯৫।
ইভন ক্যাগল এপ্রিল ২৫, ১৯৫৯  যুক্তরাষ্ট্র ২০০৮ খ্রিস্টাব্দে কর্নেল পদে অবসৃত।[১০]
ক্রিস্টা ম্যাকঅলিফ সেপ্টেম্বর ২, ১৯৪৮
মৃত্যু
জানুয়ারি ২৮, ১৯৮৬
 যুক্তরাষ্ট্র ১৯৮৬ সালের ২৮ শে জানুয়ারি চ্যালেঞ্জার এ মারা গেছেন। মিশন চালু হয়েছিল, তবে কার্মান রেখা অতিক্রম করতে পারেনি। ক্রু কেবিন প্রায় ৭০,০০০  ফুট উচ্চতায় উঠেছিল (আর্মস্ট্রং সীমার উপরে])।
তাতিয়ানা কুজনেৎসোভা জুলাই ১৪, ১৯৪১  সোভিয়েত ইউনিয়ন অবসৃত ১৯৬৯।
ঝান্না ইয়র্কিনা মে ৬, ১৯৩৯  সোভিয়েত ইউনিয়ন অবসৃত ১৯৬৯।
১০ ইরিনা সলোভিয়োভা সেপ্টেম্বর ৬, ১৯৩৭  সোভিয়েত ইউনিয়ন অবসৃত ১৯৬৯।
১১ ভ্যালেন্তিনা পোনোমারিয়োভা সেপ্টেম্বর ১৮, ১৯৩৩  সোভিয়েত ইউনিয়ন অবসৃত ১৯৬৯।
১২ জেনিফার সাইডি আগস্ট ৩, ১৯৮৮  কানাডা ২০১৭ সিএসএ গ্রুপ
১৩ কায়লা ব্যারন সেপ্টেম্বর ১৯, ১৯৮৭  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২২
১৪ জেনা কার্ডম্যান অক্টোবর ২৬, ১৯৮৭  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২২
১৫ জেসমিন মোগবেলি জুন ২৪, ১৯৮৩  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২২
১৬ লরাল ও'হারা মে ৩, ১৯৮৩  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২২
১৭ জেসিকা ওয়াটকিন্স মে ১৪, ১৯৮৮  যুক্তরাষ্ট্র নাসা মহাকাশচারী গ্রুপ ২২

আরো দেখুন[সম্পাদনা]

  • মহাকাশে চিনা নারীগণ
  • বুধ ১৩-দ্য ওমেন ইন স্পেস (ডাব্লুআইএসপি)
  • নাম অনুসারে মহাকাশ ভ্রমণকারীদের তালিকা - সমস্ত মানুষ যারা মহাকাশ উড্ডয়ন করেছেন
  • জাতীয়তা হিসেবে মহাকাশ ভ্রমণকারীদের তালিকা
  • স্পেসফ্লাইট ক্রু হিসাবে কাজ করা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের-নাম হিসেবে নভোচারীদের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NASA - First Mother in Space, Mars Team to Be at NASA Langley Open House"www.nasa.gov। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ 
  2. "Astronaut/Cosmonaut Statistics"www.worldspaceflight.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৬ 
  3. Spacefacts (২০১৭)। "Astronauts and Cosmonauts with EVA Experience (sorted by "EVA Time")"। Spacefacts। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৭ 
  4. NASA (২০০৯)। "Sunita L. Williams (Commander, USN)"National Aeronautics and Space Administration। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০০৯ 
  5. "Astronaut Tracy Caldwell & "Officer Phil" Konstantin's KUSI TV 9/51 Page"americanindian.net 
  6. "Privyet, Elena Serova! Space Station Welcomes Its First Russian Woman"। NBC News। ২৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৪ 
  7. "Virgin Galactic Makes Space for Second Time In Ten Weeks with Three On Board, Reaching Higher Altitudes and Faster Speeds, as Flight Test Program Continues"Virgin Galactic। ২২ ফেব্রুয়ারি ২০১৯। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০ 
  8. "NASA Astronauts Make History with 1st All-Woman Spacewalk"Space। ১৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯ 
  9. Pearlman 2019-12-29T00:29:47Z, Robert Z.। "Astronaut Christina Koch Breaks Record for Longest Space Mission by a Woman"Space.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩০ 
  10. Mars, Kelli (২০১৫-০২-১১)। "Johnson Space Center Home"NASA। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮