নারিশা ইউনিয়ন
অবয়ব
নারিশা | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে নারিশা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৩′২৫″ উত্তর ৯০°৯′০″ পূর্ব / ২৩.৫৫৬৯৪° উত্তর ৯০.১৫০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | দোহার উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আলমগীর হোসেন |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৩৩২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
নারিশা ইউনিয়ন বাংলাদেশ ঢাকা বিভাগের ঢাকা জেলার দোহার উপজেলা ও থানার দক্ষিণে পদ্মা নদীর তীরবর্তী একটি ইউনিয়ন। এই ইউনিয়ন এর মধ্যে পদ্মা নদী, আড়িয়াল বিল রয়েছে।[১][২]
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]ওয়ার্ড | গ্রামের নাম | জনসংখ্যা |
---|---|---|
১ | ঝনকি | ৪৪২৪ |
২ | উত্তর শিমুলিয়া | ৪২৯৫ |
৩ | মালিকান্দা | ৫২৬৩ |
৪ | মেঘুলা | ২৫১০ |
৪ | রানীপুর | ২০০৮ |
৫ | দক্ষিণ শিমুলিয়া | ৪৯০৮ |
৬ | নারিশা পশ্চিম চর | ৭০১৮ |
৭ | নারিশা | ২৭৪৩ |
৮ | খালপাড় | ২০০৫ |
৮ | নারিশা চৈতাবাতর | ১৫০৫ |
৯ | সাতভিটা | ২৮০৩ |
৯ | রুইতা | ৬০২ |
হাট বাজারের তালিকা
[সম্পাদনা]মেঘুলা বাজার
[সম্পাদনা]মেঘুলা বাজার দোহার থানার দ্বিতীয় বৃহত্তম বাজার। এখানে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যের বিকিকিনি চালু থাকে। বাজার প্রতিদিনই খোলা থাকে।
পরিচালনাকারী কর্তৃপক্ষ: মো: ইকবাল হোসেন, সভাপতি[১]
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]ঢাকা শহর থেকে বিভিন্ন বাস সার্ভিসে গুলিস্তান থেকে দোহারে আসা যায় যেমন: আরাম, নগর, জয়পাড়া, সেবা। দোহার থেকে রিকশায় নারিশা ইউনিয়ন পরিষদে আসা যায়।[১]
শিক্ষা প্রতিষ্ঠান তালিকা
[সম্পাদনা]- নারিশা পশ্চিম চর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- কবি নজরুল বালিকা বিদ্যালয়
- মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ, প্রতিষ্ঠা - ১৯২৯[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "এক নজরে নারিশা ইউনিয়ন পরিষদ, দোহার-ঢাকা"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Sangbad, Protidiner। "দোহার থেকে হারিয়ে যাচ্ছে নারিশা ইউনিয়ন"। Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৪-১১-১২।