নাতালি স্নাইডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাতালি স্নাইডার
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1983-02-11) ১১ ফেব্রুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল2008 Summer Paralympics,
2012 Summer Paralympics,
2016 Summer Paralympics

নাতালি স্নাইডার (ইংরেজি: Natalie Schneider; জন্ম: ১১ ফেব্রুয়ারি ১৯৮৩) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নাতালি জন্মগ্রহণ করেন নেব্রাস্কা শহরের ক্রেট-এ। [১] প্রথমে তিনি ক্রেট হাই স্কুল, পরে দোয়ান কলেজ এবং নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।[১]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

২০০৮ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক এবং ২০১৬ রিও গ্রীষ্মকালীন প্যারালিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে নাতালি একটি স্বর্ণপদক জয় করেছিলেন।[২] ২০১০ আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ২০১১ আইডাব্লুবিএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নমার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন। ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক তিনি অংশ গ্রহণ করেন।

বর্তমান জীবন[সম্পাদনা]

নাতালি এখন নেব্রাস্কা শহরের ক্রেট-এ বসবাস করেন। [১]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NATALIE SCHNEIDER WHEELCHAIR BASKETBALL"teamusa.org 
  2. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭