নাটেল্লা আকাবা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাটেল্লা নুরিভনা আকাবা (আবখাজ: Нателла Нури-иҧҳа Акаба; রুশ: Нателла Нуриевна Акаба; জন্ম ১৪ মার্চ ১৯৪৫) হলেন আবখাজিয়ার একজন ইতিহাসবিদ, রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের নেতা।

একাডেমিয়ায় প্রাথমিক জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

নাটেল্লা আকাবা ১৯৪৫ সালের ১৪ই মার্চ মস্কোতে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে তার পরিবার সুখুমিতে ফিরে আসে। ১৯৬২ সালে আকাবা সুখুমিতে অবস্থিত হাই স্কুল নং ১০ (নেস্টর লাকোবা) থেকে স্নাতক পাশ করেন। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনুষদে জাতিতত্ত্ব অধ্যয়ন করেন। পরের বছর গুলোতে তিনি সোভিয়েত আবখাজিয়া পত্রিকায় সাহিত্য সহকারী ছিলেন।[১]

১৯৭৬ সালে নাটেল্লা আকাবা মস্কোর ইউএসএসআর একাডেমি অফ সায়েন্সেসের ওরিয়েন্টাল স্টাডিজ ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করেন। তিনি পরবর্তীতে ইয়েরেভানে চলে যান যেখানে ১৯৭৯ সালে তিনি ইয়েরেভান রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং ইয়েরেভান পলিটেকনিক ইনস্টিটিউটে ইতিহাস শিক্ষাদান করতে শুরু করেন। ১৯৮১ সালে আকাবা ওরিয়েন্টাল স্টাডিজ ইনস্টিটিউটে "কাতারে ইংরেজি সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক নীতি" শিরোনামে তার থিসিস রক্ষা করেছিলেন।[১]

১৯৮৯ সালে নাটেল্লা আকাবা সহযোগী অধ্যাপক হন এবং আবখাজিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ের সাধারণ ইতিহাস বিভাগে কাজ করার জন্য সুখুমে আবার ফিরে আসেন।[১]

রাজনীতি ও সুশীল সমাজে কর্মজীবন[সম্পাদনা]

১৯৯০ সালে নাটেল্লা আকাবা পিপলস ফোরাম আইদগাইলারের প্রেসিডিয়াম সদস্য হন।[১] ১৯৯১ সালের জানুয়ারি মাসে তিনি আবখাজিয়ার ডেমোক্রেটিক পার্টি, আবখাজিয়ার প্রথম, কিন্তু স্বল্পস্থায়ী, সোভিয়েত-পরবর্তী রাজনৈতিক দল, এর প্রতিষ্ঠাতা সদস্য হন।[২]

১৯৯১ সালে নাটেল্লা আকাবা আবখাজিয়ার সুপ্রিম সোভিয়েতে নির্বাচিত হন যেখানে তিনি মানবাধিকার এবং আন্তঃজাতিক সম্পর্কের জন্য কমিটির ডেপুটি চেয়ারম্যান হন। ১৯৯৪ থেকে ১৯৯৫ পর্যন্ত আকাবা তথ্য ও প্রেস মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালের পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন।[১]

নাটেল্লা আকাবা সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এবং অ্যাসোসিয়েশন অব উইমেন অব আবখাজিয়ারও প্রধান ছিলেন।[১]

২০০৭ সালে নাটেল্লা আকাবা আবখাজিয়ার পাবলিক চেম্বারের প্রথম সচিব হন। তিনি ২০১০ সালে, ২৯ অক্টোবর ২০১৩ এবং ২ নভেম্বর ২০১৬ সালে এই পদে পুনরায় নির্বাচিত হন।[৩][৪] তিনি ২০১৯ সালে পদত্যাগ করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lakoba, Stanislav"Кто есть кто в Абхазии"। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "lakoba" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  2. Sharia, Vitali (৩০ অক্টোবর ২০১৫)। "«Демократическая Абхазия»: вчера, сегодня, завтра"Echo of the Caucasus। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৫ 
  3. "Нателла Акаба вновь избрана секретарем Общественной палаты РА"Apsnypress। ২৯ অক্টোবর ২০১৩। ৩১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৩ 
  4. Jarsalia, Said (২ নভেম্বর ২০১৬)। "Нателла Акаба избрана секретарем Общественной палаты четвертого созыва"Apsnypress। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬