বিষয়বস্তুতে চলুন

নাজমুল আহসান (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
নাজমুল আহসান
তৃতীয় উপাচার্য
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩০ অক্টোবর ২০২৪
পূর্বসূরীমোহাম্মদ আবুল কাসেম চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-07-21) ২১ জুলাই ১৯৬৭ (বয়স ৫৭)
খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীসরকারি ব্রজলাল কলেজ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
টোকিও বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, মৎস্য বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় প্রশাসক

নাজমুল আহসান (জন্ম: ২১ জুলাই ১৯৬৭) একজন বাংলাদেশী মৎস্য বিজ্ঞানী। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের অধ্যাপক এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

নাজমুল ১৯৬৭ সালের ২১ জুলাই খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি এবং সরকারি ব্রজলাল কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে বিএসসি (ফিশারিজ) এবং ১৯৯১ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে এমএসসি এবং ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে, ২০০৮ সালে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়েই পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

নাজমুল আহসান ১৯৯৫ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পর্যায়ক্রমে, তিনি ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক, ২০০০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক, ফিশারিজ ডিসিপ্লিনের প্রধান, লাইফ সায়েন্স স্কুলের ডিন এবং খুলনা বিশ্ববিদ্যালয় স্টাডিজের সম্পাদকীয় বোর্ড, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং সিন্ডিকেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড ও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] ২০২৪ সালের ২৯ অক্টোবর তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন[] এবং ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন খুবি শিক্ষক নাজমুল আহসান"আজকের পত্রিকা। ২৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২৪ 
  2. "ড. নাজমুল আহসানের জীবনবৃত্তান্ত"খুলনা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪ 
  3. "খুকৃবির উপাচার্য অধ্যাপক নাজমুল আহসানের যোগদান"কালের কণ্ঠ। ৩০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪ 
  4. "খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নাজমুল আহসান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৪ 
  5. "খুকৃবি নবনিযুক্ত উপাচার্যের যোগদান"ঢাকা ট্রিবিউন। ৩০ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪