নাচোল সরকারি কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নাচোল ডিগ্রি কলেজ থেকে পুনর্নির্দেশিত)
নাচোল সরকারি কলেজ
নাচোল সরকারি কলেজ ক্যাম্পাস
স্থাপিত১৯৭২ (1972)
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, জাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষমোঃ হাফিজুর রহমান
ঠিকানা, ,
৬৩১০
,
শিক্ষাঙ্গনশহুরে

নাচোল সরকারি কলেজ নাচোল উপজেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নাচোলের প্রাণকেন্দ্রে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে।[২]

অবকাঠামো[সম্পাদনা]

নাচোল সরকারি কলেজ ৩টি দ্বিতল ভবন রয়েছে। যার মধ্যে ১টি প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাকি ২টি একাডেমিক কাজে ব্যবহার করা হয়। প্রশাসনিক ভবনের সামনে একটি মসজিদ আছে। তবে এখানে শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক ভবন নেই। ক্যাম্পাসটি চারপাশ প্রাচীর বেষ্টিত।

পঠিত বিষয় এবং কোর্স[সম্পাদনা]

এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স করানো হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএসসি (পাস), বিএসএস (পাস), বিবিএস (পাস) এবং বিকম (পাস) কোর্স চালু আছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জাতীয়করণের দৌড়েএগিয়ে ১৫০ কলেজ"jjdin.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬ 
  2. নাচোল উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭
  3. "নাচোল উপজেলা"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬