নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়
অবস্থান

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৪৮
প্রতিষ্ঠাতাআব্দুল কাদের মুন্সি
প্রধান শিক্ষকএ. কে. এম তাজুল ইসলাম
শ্রেণীশ্রেণী ৬-১০
শিক্ষার্থী সংখ্যা২০০০

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় চাঁদাপুর জেলার মতলব উপজেলার একটি বিদ্যালয়।[১] ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে বড়হলদিয়া গ্রামের শিক্ষানুরাগী মরহুম আব্দুল কাদের মুন্সি। এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ২০০০ এর মতো শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এখানে প্রায় ৩৫ জন শিক্ষক দৈনিক পাঠদান করে থাকেন। এই প্রতিষ্ঠানে ৩ টি বিভাগ (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক)রয়েছে। এই প্রতিষ্ঠানে একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব (শেখ রাসেল ল্যাব), একটি স্কাউট কক্ষ, ১ টি ৩ তলা ভবন বিশিষ্ট ছাত্রাবাস, একটি মসজিদ ও খেলার মাঠ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা"bd Metro News (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮