বিষয়বস্তুতে চলুন

নলিনী (অভিনেত্রী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলিনী
জন্ম১৯৬৬ (1966) (বয়স ৫৯)[]
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮০–১৯৮৮
২০০১-বর্তমান
দাম্পত্য সঙ্গীরামরাজন (বিয়ে: ১৯৮৭; বিচ্ছেদ: ২০০০)
সন্তান

নলিনী (জন্ম আগস্ট ১৯৬৬) একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল, মালায়ালাম, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত। নলিনী টেলিভিশনেও কাজ করেছেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

নলিনী ১৯৬৬ সালের আগস্টে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা-মাতা মূর্তি এবং প্রেমার আট সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান। তার বাবা ছিলেন তামিল চলচ্চিত্র জগতের সাথে যুক্ত একজন নৃত্য পরিচালক এবং তার মা ছিলেন একজন পেশাদার নৃত্যশিল্পী। নলিনীর এক বোন এবং ছয় ভাই। তিনি তামিলনাড়ুর সরকারি স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কারনে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।[]

নলিনী ১৯৮৭ সালে অভিনেতা রামরাজনকে বিয়ে করেন। এই দম্পতির যমজ সন্তান আচ্ছে যাদের নাম অরুণা এবং অরুণ। তাদের জন্ম ১৯৮৮ সালে। মতপার্থক্যের কারণে ২০০০ সালে নলিনী এবং তার স্বামীর বিবাহবিচ্ছেদ ঘটে।[] নলিনীরর মেয়ে অরুণা ২০১৩ সালের ৬ মে তারিখে রমেশ সুব্রহ্মণ্যমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] নলিনী বলেছেন যে তার বিবাহবিচ্ছেদের একটি কারণ ছিল তার ধর্মীয় অনুভূতি। একজন জ্যোতিষী তাকে বলেছিলেন যে তাদের সন্তানদের কারণে রামরাজননের পেসাদার জগতে পতন ঘটবে। তিনি তার সন্তানদের আবাসিক বিদ্যালয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিবাহবিচ্ছেদের পথ অবলম্বন করেন যাতে তার স্বামীর সাথে তার সন্তানদের একই বাড়িতে না থাকতে হয়। তারা এখনও পারিবারিকভাবে ঘনিষ্ঠ।[]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

তামিল চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৮০ ওথায়াডি পাঠাইলে
১৯৮১ রানুভা বীরান মৈথিলী
১৯৮২ রাগা বন্ধাঙ্গাল
ওম শক্তি আনন্দী
১৯৮৩ উয়িরুল্লভারাই উষা
শরণালয়ম
মনাইভি সোল্লে মন্ত্রম সেলভি
সময়াপুরথালে সাক্ষী গায়ত্রী / দেবী মারিয়াম্মান দ্বৈত ভূমিকা
কলভাডিয়ুম পুকাল
সীরুম সিঙ্গাঙ্গাল
থাঙ্গাইকর গীতম সুধা
১৯৮৪ নান পদুম পদাল বিশেষ উপস্থিতি
নূরাভাথু নাল দেবী মনোনীত — ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার — তামিল
নল্লা নাল শেনবাগাম
ভিটুকু ওরু কন্নাগি মাধবী
সত্তাথাই থিরুথুঙ্গাল সেলভি
নিচায়ম
নন্দ্রি লক্ষ্মী
ওসাই
ন্যায়ম
মাগুদি
ভংশা ভিলাক্কু পদ্মা
এঝুথাথা সত্তাঙ্গাল
মনমাধা রাজাক্কাল
ভেল্লাই পুরা ওন্দ্রু
২৪ মণি নেরাম জনকী
উরাভাই কাথা কিলি
ভেঙ্গাইয়িন মাইনথান
নালাই উন্নাথু নাল কল্পনা
১৯৮৫ মান্নুকেথা পন্নু অতিথি উপস্থিতি
আলাই ওসাই
সন্তোষা কানাভুকাল কল্যাণী
নবগ্রহ নায়াগি
পিল্লাই নিলা ভুবনেশ্বরী
অন্নাই ভূমি ৩ডি নলিনী
এট্টি ললিতা
রাজাথি রোজাকিলি রাণী
উরিমাই রাণী / ক্লারা
অমুথা গানম থায়াম্মা
গীতাঞ্জলি ডায়ানা
রাগাসিয়াম
মীন্দুম পরাশক্তি
কাভাল
ইয়ার? দেবী
এঙ্গাল কুরাল
আশা আশা
রাজা ঋষি শকুন্তলা
সময়া পুরথালে সাক্ষী
১৯৮৬ করিমেডু করুভায়ান কালী আম্মা
ডিসেম্বর পুকাল উমা
উন্নিদাথিল নান
সাধানাই
মেল মারুভাথুর অর্পুধাঙ্গাল কার্পগম
এনাক্কু নানে নীধিপাথি
এঙ্গাল থাইকুলামে ভারুগে
কাগিধা ওডাম
মামিয়ারগাল জাকিরাধাই
ইরাভু পুক্কাল মীনা
পলাইভানা রোজাক্কাল রাণী
১৯৮৭ জাতি পুক্কাল
অঞ্জাথা সিঙ্গম
কাদামাই কান্নিয়াম কট্টুপাডু
ইনি ওরু সুধান্থিরাম
১৯৮৮ কুংগুমা কোডু রাধা
কাঝুগুমালাই কাল্লান
২০০২ কাদাল আজিবাতিল্লাই চার্মির মা
স্টাইল ভেট্রিভেলের মা
২০০৩ পল্লাভান
ভাদক্কু ভাসাল প্রিয়ার মা
জয়াম রঘুর মা
২০০৪ কবিতাই সুব্বালক্ষ্মীর সৎ মা
২০০৫ ভানাক্কাম থালাইভা
সুকরান সন্ধ্যার সৎ মা
মুধল আসাই বিগনেশের মা
লন্ডন বেবি
জিতান জিতান রমেশের মা
২০০৬ মনাসুক্কুলে
আদাইকালাম ডাক্তার
২০০৭ ১৮ வயசு புயலே বাসন্তা
মানিকান্দা মহালক্ষ্মীর মা
২০০৮ মানাভান নিনাইথাল নিবেথার মা
আজহাগু নিলায়ম গাউন্ডারের স্ত্রী
সারোজা নিজেই বিশেষ উপস্থিতি
২০০৯ পুধিয়া পায়ানাম
ইরু নদিগাল মুরুগানের মা
২০১০ নগরাম মরুপাক্কাম আন্নাচির প্রথম স্ত্রী
কথাই
পৌর্ণমি নাগম কান্ধারী
থিল্লালাঙ্গাদী ভান্নাই বাসন্তি
২০১১ মালাবার মাপ্পিল্লাই
ভাট্টাপ্পারাই
মধুভুম মৈথিলিউম
নাচিয়ারপুরাম
কাসেতন কাদাভুলাদা কমলা
২০১৩ থিয়্যা ভেলাই সেয়্যানুম কুমারু আন্নাকিলি
থিরু পুগঝ []
আর্য সুর্য
২০১৪ নাম্মা গ্রামাম কুঞ্জু আম্মাল
ভাঝুম ধৈবম জগদীশ্বরিয়াম্মা
১৩ আম পাক্কাম পার্ক্কা
২০১৫ সান্দামারুথাম সুর্যার মা
আগাথিনাই বিশ্নুর মা
কালাই ভেন্দান
২০১৬ সাগাসাম
কা কা কা পো
২০১৭ সিঙ্গাম ৩ থান্ডুবাজার থাঙ্গাম
করনাম
২০১৮ কাসু মেলা কাসু মুরালির পিতৃকীয় কাকী
২০২০ আইয়া উল্লেন আইয়া
২০২১ অরণমানাই ৩ টিকটক সরলা
২০২৩ কোডাই রিলস বিউটি
পাট্টি সোল্লাই থাট্টাথে লক্ষ্মী

মালায়ালাম চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৮০ ইথিলে ভান্নভার রাজি
১৯৮১ অগ্নিসারম
১৯৮২ কাট্টুপোথু
ইদাভেলা মোলু/মালু
নভেম্বরিন্তে নষ্টম রেখা
১৯৮৩ লেখায়ুদে মরনম ওরু ফ্ল্যাশব্যাক লেখা
মৌনারাগম নীনা
কুলি লেখা
ওরু মাদাপ্রভিন্তে কথা সিন্ধু
১৯৮৬ ওরু যুগসন্ধ্যা সুমথি
ভার্থা বাসন্তী
নিমিশাঙ্গাল মায়া
স্নেহামুল্লা সিংহম মায়া এস. মেনন
আবানাজি উষা
আদিমাকাল উদামাকাল দেবুত্তি
১৯৮৭ ভূমিয়িলে রাজাক্কানমার লক্ষ্মী
ভাঝিয়োরাকাজচাকাল
ভাইক্কি ওডুন্না ভান্ডি
১৯৮৮ সংঘুনাদাম সুলোচনা
১৯৯০ নিয়ামাম এনথুচেয়ুম
২০০১ রাবণপ্রভু মিসেস গাউনডার
২০০৮ মোহিতাম রাধামণি
২০১০ বেস্ট অফ লাক ডাক্তার
২০১২ গ্রামাম কুঞ্জু আম্মাল
২০১৭ সাথ্য ড. কোকিলা

তেলেগু চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৮৩ সংঘর্ষণা রেখা
থোডু নিদা
প্রেমা সাগরম
বান্দিপোত্তু সিমহাম
ওহা সুন্দরী
১৯৮৪ ইন্টিগুট্টু
১৯৮৬ মানাভুডু দানাভুডু
১৯৮৭ প্রেমা জয়ম
২০০৩ ভিদে স্বর্ণাক্কা
সীতায়া
২০০৯ কিক নয়নার বন্ধুর মা
পুন্নামি নাগু মায়াদেবী ভৈরবী
২০১২ নুভভেক্কাদুন্তে নেনাক্কাদুন্তা
যদর্থ প্রেমকথা
২০১৩ কিছু কিছু
২০১৬ ওক্কা আম্মাই থাপ্পা ম্যাঙ্গোর দাদী
২০১৮ ব্র্যান্ড বাবু

কন্নড় চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
১৯৮৩ কবিরত্ন কালিদাস দেবী কালী আনন্দী হিসেবে কৃতিত্বপ্রাপ্ত
১৯৮৪ শপথ রাধা
১৯৮৬ বেলি নাগা
১৯৮৭ জীবন জ্যোতি মীনা
আসিয়া বেল
১৯৮৮ নাম্মা ভূমি
গণ্ডন্দ্রে গাণ্ডু মীনা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Here's how actress Nalini celebrated her birthday"Times of India। ২৮ আগস্ট ২০২৩।
  2. "Nalini TV Serial Actress Exclusive Interview"। ১৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  3. "ഡിവോഴ്‌സ് നല്‍കിയ ഷോക്കില്‍നിന്ന് രക്ഷപ്പെടുത്തിയത് രാവണപ്രഭു: നളിനി തുറന്നു പറയുന്നു"
  4. "Actress Nalini Opens Up About Enduring Love For Ex-Spouse Ramarajan In Heartfelt Interview"। News 18।
  5. "வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)"। tamil.chennaionline.com)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. Alitho Saradaga | 21st May 2018 | Nalini (actress) | ETV Telugu (ইংরেজি ভাষায়), ২১ মে ২০১৮, সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩
  7. Kumar, S. R. Ashok (১১ মে ২০১৩)। "Audio Beat: Thiru Pugazh - Soothing strains"The Hindu। ২ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।