নলিনীরঞ্জন সেনগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নলিনীরঞ্জন সেনগুপ্ত (১৮৮৯ ― ১৯৭৩) একজন বাঙালি মানবদরদী চিকিৎসাবিদ ও ধর্মপ্রচারক।

জীবনী[সম্পাদনা]

নলিনীরঞ্জন উত্তর ২৪ পরগণা জেলার হালিসহরে জন্মগ্রহন করেন। ১৯১১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি. পাশ করেন এবং ১৯১৪ সালে এম.ডি হন। প্রথম কয়েক বছর তিনি কলিকাতা মেডিক্যাল কলেজে নিযুক্ত ছিলেন। পরে স্বাধীন চিকিৎসা শুরু করে অল্পদিনের মধ্যেই কলকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার হিসাবে বিপুল খ্যাতি অর্জন করেন, বিনামূল্যে বহুজনের চিকিৎসা করতেন।[১][২] চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারা বিশেষত করোনারি থ্রমবসিস এবং পালমোনারি এমবলিজম সম্পর্কে তাঁর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ৰবন্ধ আছে। হিন্দুধর্মের মূলতত্ত্ব প্রচারের উদ্দেশ্যে শাস্ত্রধর্মপ্রচার সভার প্রতিষ্ঠা করেন নলিনীরঞ্জন সেনগুপ্ত। ভারতে ও ভারতের বাইরে এই সভার প্রায় ৪০০ টি শাখা বিদ্যমান।[৩] তিনি অকৃতদার ছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পাতা:বংশ-পরিচয় (ষোড়শ খণ্ড) - জ্ঞানেন্দ্রনাথ কুমার.pdf/১৮৭ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৬ 
  2. Ghosh, Praphullachandra (১৯৭৬)। Jībana-smr̥tira bhūmikā। Maḍārṇa Buka Ejeṇsī। 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৫৭। আইএসবিএন 81-85626-65-0 
  4. Koṅāra, Nalinī Rañjana (১৯৮১)। Grama, sahara, o manusha : Reminiscences of a Bengali medical practitioner in Calcutta। Bi. Konara : paribesaka Paioniyara Pabalisarsa।