বিষয়বস্তুতে চলুন

নর্দি মুকিয়েলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্দি মুকিয়েলে
২০২০ সালে লাইপৎসিশের হয়ে মুকিয়েলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম নর্দি মুকিয়েলে মুলের[]
জন্ম (1997-11-01) ১ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান মোঁত্রে, ফ্রান্স
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পারি সাঁ-জেরমাঁ
জার্সি নম্বর ২৬
যুব পর্যায়
২০০৪–২০১৩ পারি
২০১৩–২০১৪ লাভাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৭ লাভাল বি ২৪ (১)
২০১৪–২০১৭ লাভাল ৩৪ (২)
২০১৭–২০১৮ মোঁপালিয়ে ৫০ (০)
২০১৮–২০২২ আরবি লাইপৎসিশ ১০০ (৮)
২০২২– পারি সাঁ-জেরমাঁ (০)
জাতীয় দল
২০১৫ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
২০১৭–২০১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০২১– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:১২, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:১২, ২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

নর্দি মুকিয়েলে মুলের (ফরাসি: Nordi Mukiele; জন্ম: ১ নভেম্বর ১৯৯৭; নর্দি মুকিয়েলে নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৫ সালে, মুকিয়েলে ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

নর্দি মুকিয়েলে মুলের ১৯৯৭ সালের ১লা নভেম্বর তারিখে ফ্রান্সের মোঁত্রেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মুকিয়েলে ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২১ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ২৩ বছর, ১০ মাস ও ৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মুকিয়েলে ফিনল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৬৭তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় লেও দুবোয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ৫ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ফ্রান্স ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে মুকিয়েলে সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০২১
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nordi Mukiele"। Bundesliga। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Nordi Mukiele"। Paris Saint-Germain F.C.। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  3. "Nordi Mukiele"L'Équipe (ফরাসি ভাষায়)। Paris। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 
  4. "France vs. Finland - 7 September 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  5. "France - Finland 2:0 (WC Qualifiers Europe 2021/2022, Group D)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  6. "France - Finland, Sep 7, 2021 - World Cup qualification Europe - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  7. Strack-Zimmermann, Benjamin। "France vs. Finland"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]