বিষয়বস্তুতে চলুন

নরম্যান স্মিথ (রেকর্ড প্রযোজক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নরম্যান "হারিকেন" স্মিথ
নরম্যান হারিকেন স্মিথ
জন্ম
নরম্যান হারিকেন স্মিথ

(১৯২৩-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৯২৩
এডমন্টন, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু৩ মার্চ ২০০৮(2008-03-03) (বয়স ৮৫)
পূর্ব সাসেক্স, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
পেশাসঙ্গীতজ্ঞ, রেকর্ড প্রযোজক
কর্মজীবন১৯৫৯−২০০৭

নরম্যান "হারিকেন" স্মিথ (২২ ফেব্রুয়ারি ১৯২৩ - ৩ মার্চ ২০০৮) ছিলেন ইংরেজ সঙ্গীতজ্ঞ, রেকর্ড প্রযোজক এবং প্রকৌশলী

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

স্মিথ মিডলসেক্সের এডমন্টনে ১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আরএএফ গ্লাইডার পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জ্যাজ সঙ্গীতশিল্পী (ট্রাম্পটার) হিসেবে ব্যর্থ কর্মজীবনের পরে, স্মিথ ১৯৫৯ সালে শিক্ষানবিশ সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ইএমআইতে যোগদান করেন।

প্রযোজক ও প্রকৌশলী হিসাবে কর্মজীবন

[সম্পাদনা]

১৯৬৫ সালের শরৎকাল পর্যন্ত বিটল্‌সের সমস্ত ইএমআই স্টুডিও রেকর্ডিংয়ের প্রকৌশলী ছিলেন স্মিথ।[] এরপর ইএমআই তাকে প্রযোজক হিসেবে পদোন্নতি দেয়। তার রেকর্ড কৃত সর্বশেষ বিটল্‌স অ্যালবামটি ছিল রাবার সোল[] স্মিথ বিটল্‌সের প্রায় শতাধিক গানের প্রকৌশলী হিসেবে কাজ করেছিলেন।

মৃত্যু

[সম্পাদনা]

স্মিথ ২০০৮ সালের ৩ মার্চ ইংল্যান্ডের পূর্ব সাসেক্সে ৮৫ বছর বয়সে মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2008 January to June"দ্য ডেড রক স্টার্স ক্লাব (ইংরেজি ভাষায়)। ২০০৮। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২০ 
  2. "Norman Hurricane Smith – "The Sound of The Beatles""। Ear Candy। ১ মার্চ ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]