বিষয়বস্তুতে চলুন

নন্নী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°১১′৫৭″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৯০.১৯৯১৭° পূর্ব / 25.08389; 90.19917
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নন্নী
ইউনিয়ন
নন্নী ইউনিয়ন পরিষদ।
নন্নী ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
নন্নী
নন্নী
নন্নী বাংলাদেশ-এ অবস্থিত
নন্নী
নন্নী
বাংলাদেশে নন্নী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫′২″ উত্তর ৯০°১১′৫৭″ পূর্ব / ২৫.০৮৩৮৯° উত্তর ৯০.১৯৯১৭° পূর্ব / 25.08389; 90.19917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাশেরপুর জেলা
উপজেলানালিতাবাড়ী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নন্নী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।[][]

ইতিহাস

[সম্পাদনা]

১৫০০ সনের দিকে নন্নী এলাকা পুরোটা পাহাড় ছিলো।এই অঞ্চলে সর্বপ্রথম শেখ বংশের লোকরা পাহাড় কেটে বসতি স্থাপন করে।

হিন্দু সাহা জাতিরাও পরবর্তীতে এখানে এসে বসবাস শুরু করে।

বর্তমান নন্নী বাজারের পশ্চিম,উত্তর পাশে বাস করতো শেখ বংশের লোকরা আর দক্ষিন পাশে বাস করতো সাহা জাতিগোষ্ঠীর লোকজন।

আগে এদের হাটবাজার করতে যেতে হত ঝিনাইগাতী বাজারে।

একটা বাজার সৃষ্টি করার চিন্তা অনুধাবন করেন ফুল মামুদ(ফুলু মন্ডল) শেখের ছেলে ইসমাইল শেখ।

তিনি তৎকালীন হিন্দু এক জমিদার এর কাছে ৩ একর ৭২ শতাংশ জমি ওয়াকফ করে দেন,বাজারের নতুন নাম দেন ঝাইমারী বাজার।

বর্তমানে নন্নী ইউনিয়ন পরিষদ,মসজিদের পুকুর,মসজিদ, কাচা বাজারের অংশটুকু।

ঝাইমারী বাজার নাম দেওয়ার কারণ হলো তখন এই এলাকা ছিলো পুরোপুরি ঝোপঝাড়ে ভরা।

তৎকালীন ইংরেজ আমলে এই এলাকায় নুনিয়া এক জাতি বাস করতো সেই নুনিয়া জাতিতে এক চামার জমিদার ছিলো বীরবাহাদুর নুনিয়া।

তার ইংরেজদের সাথে অনেক সখ্যতা ছিলো।

সে বিভিন্ন কাগজপত্রে এই এলাকার নাম দেন নুনি বাজার।

সেই নুনি বাজার বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে নাম হয়েছে নন্নী বাজার।

বঙ্গভঙ্গের সময় ভারত থেকে অনেক মুসলিমরা এসে এই এলাকায় বসতি স্থাপন করেন।

১৯১৯ সনের আইনে নন্নী ইউনিয়ন বোর্ড গঠিত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরেও ১৯৫৯ সন পর্যন্ত উপনিবেশিক পদ্ধতিতে স্থানীয় সরকার টিকে ছিল এবং নন্নী ইউনিয়ন একটি সতন্ত্র ইউনিয়ন ছিল । ১৯৫৯ সনে ইউনিয়ন বোর্ডের নাম পরিবরতন করে ইউনিয়ন কাউন্সিল রাখা হয় । একই বছর আইয়ুব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করে । কিন্তু কাম্য জনসংখ্যা না থাকায় নন্নী ইউনিয়ন কে পোড়াগাও ইউনিয়ন এর সাথে যুক্ত করা হয়েছিল এবং নামকরন করা হয়েছিল নন্নী-পোড়াগাও ইউনিয়ন। ১৯৯২ পর্যন্ত নন্নী-পোড়াগাও একটি ইউনিয়ন হিসেবেই বহাল ছিলো । জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক কারণে ১৯৯২ সনে এক সরকারি প্রজ্ঞাপনমুলে নন্নী এবং পোড়াগাও বিভক্ত হয়ে দুইটি ইউনিয়ন হয় । বর্তমানে নন্নী একটি সতন্ত্র ইউনিয়ন[]

প্রশাসনিক এলাকা ও জনসংখ্যা

[সম্পাদনা]

আয়তন : ২৩.৮৮  বর্গ কিলোমিটার

জনসংখ্যা : ২৬২৩৪ জন

মৌজাঃ ১৪ টি

গ্রামঃ ২০ টি

জমির পরিমানঃ ২৩৮৮ হেক্টর[]

গ্রাম ভিত্তিক লোকসংখ্যা

[সম্পাদনা]

১। ১নং ওয়ার্ডঃ বাইগরপাড়া+নন্নী বাজার=১৮০০ জন।

২। ২নং    "       নন্নী পশ্চিম পাড়া          = ১৯০০ জন।

৩।  ৩নং   "      নন্নী পূর্বপাড়া+আমলাতলি =১৭০০ জন।

৪। ৪নং     "      নন্নী উত্তরবন+তাজুরাবাদ = ১৩০০ জন।

৫। ৫নং     "      বন্ধধারা+উদলাকচি+ছাইচাকুড়া=১৮০০জন।

৬। ৬নং     "     ঢেকড়াপাড়া+উত্তরবন            =১৬০০ জন।

৭। ৭নং     "     কয়রাকুড়ি+অভয়পুর+কুতুবাকুড়া= ১৫০০ জন।

৮। ৮নং     "     কাচিমৌ+নিশ্চিন্তপুর                 =১৪০০ জন।

৯। ৯ নং    "      বনকুড়া                                =২২০০ জন।[]

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার:

শিক্ষা প্রতিষ্ঠান

  • মসজিদঃ ৩০ টি
  • মন্দিরঃ ৪টি
  • কলেজঃ ১টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি
  • মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি
  • আলীম মাদ্রাসাঃ ২টি
  • দাখিল মাদ্রাসাঃ ১টি
  • কওমী মাদ্রাসাঃ ৩টি[]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

নন্নী বাজার বায়তুল আমান জামে মসজিদ ও মসজিদের পুকুর, চেল্লাখালি নদীর উপরে স্টিলের সেতু

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- বিনাভোটে নির্বাচিত ডাঃ মোঃ বিল্লাল হোসেন চৌধুরী

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ একেএম মোখলেছুর রহমান রিপন ২০/০১/২০০৪-২৫-০৩/২০০৪
০২ মোঃ আবুল কালাম (ভারপ্রাপ্ত) ২৫/০৩/২০০৪-১৬/০৪/২০০৭
০৩ একেএম মোখলেছুর রহমান রিপন ১৬/০৪/২০০৭-৩০/১০/২০১০
০৪ মোঃ আবুল কালাম (ভারপ্রাপ্ত) ৩০/১০/২০১০-১২/১১/২০১০
০৫ একেএম মোখলেছুর রহমান রিপন ১২/১১/২০১০-২২/০৪/২০১৪
০৬
০৭

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "নন্নী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  2. "নালিতাবাড়ী উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২০ 
  3. [১]
  4. [২]
  5. [৩]