কাজী নজরুল ইসলামের রচনাবলি
(নজরুল রচনা তালিকা থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() | |
জাতীয়তা | ![]() ![]() ![]() |
---|---|
যুগ | আধুনিক যুগ |
অঞ্চল | দক্ষিণ এশিয়া |
ধর্ম | ইসলাম; সনাতন-শাক্তধর্ম |
ধারা | বাঙালি পুনর্জাগরণ |
আগ্রহ | কবিতা, সঙ্গীত, রাজনীতি, সমাজ |
ভাবগুরু
| |
ওয়েবসাইট | এডুলিচার পরিচালিত নজরুল রচনাবলী। |
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই কবি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। নিম্নে তার রচিত সাহিত্য কর্মের একটি তালিকা দেয়া হলঃ
| ||
---|---|---|
![]() |
||
কবিতা[সম্পাদনা]
- অগ্নিবীণা (১৯২২)
- সঞ্চিতা (১৯২৫)
- সাম্যবাদী (১৯২৫)
- ফণী-মনসা (১৯২৭)
- চক্রবাক (১৯২৯)
- সাতভাই চম্পা (১৯৩৩)
- নির্ঝর (১৯৩৯)
- নতুন চাঁদ (১৯৩৯)
- মরুভাস্কর (১৯৫১)
- সঞ্চয়ন (১৯৫৫)
- নজরুল ইসলাম: ইসলামী কবিতা (১৯৮২)
- আনন্দময়ীর আগমনে
কবিতা ও সংগীত[সম্পাদনা]
- দোলন-চাঁপা (কবিতা এবং গান) ১৯২৩[১]
- বিষের বাঁশি (কবিতা এবং গান) ১৯২৪
- ভাঙ্গার গান (কবিতা এবং গান) ১৯২৪
- ছায়ানট (কবিতা এবং গান) ১৯২৫
- চিত্তনামা (কবিতা এবং গান) ১৯২৫
- সাম্যবাদী (কবিতা এবং গান) ১৯২৫
- পুবের হাওয়া (কবিতা এবং গান) ১৯২৬
- সর্বহারা (কবিতা এবং গান) ১৯২৬
- সিন্ধু হিন্দোল (কবিতা এবং গান) ১৯২৭
- জিঞ্জীর (কবিতা এবং গান) ১৯২৮
- প্রলয় শিখা (কবিতা এবং গান) ১৯৩০
- শেষ সওগাত (কবিতা এবং গান) ১৯৫৮
সংগীত[সম্পাদনা]
- বুলবুল (গান) ১৯২৮
- সন্ধ্যা (গান) ১৯২৯
- চোখের চাতক (গান) ১৯২৯
- নজরুল গীতিকা (গান সংগ্রহ) ১৯৩০
- নজরুল স্বরলিপি (স্বরলিপি) ১৯৩১
- চন্দ্রবিন্দু (গান) ১৯৩১
- সুরসাকী (গান) ১৯৩২
- বনগীতি (গান) ১৯৩১
- জুলফিকার (গান) ১৯৩১
- গুল বাগিচা (গান) ১৯৩৩
- গীতি শতদল (গান) ১৯৩৪
- সুর মুকুর (স্বরলিপি) ১৯৩৪
- গানের মালা (গান) ১৯৩৪
- স্বরলিপি (স্বরলিপি) ১৯৪৯
- বুলবুল দ্বিতীয় ভাগ (গান) ১৯৫২
- রাঙ্গা জবা (শ্যামা সংগীত) ১৯৬৬
ছোট গল্প[সম্পাদনা]
- ব্যথার দান (ছোট গল্প) ১৯২২
- রিক্তের বেদন (ছোট গল্প) ১৯২৫
- শিউলি মালা (গল্প) ১৯৩১
উপন্যাস[সম্পাদনা]
- বাঁধন হারা ১৯২৭
- মৃত্যুক্ষুধা ১৯৩০
- কুহেলিকা ১৯৩১
- জীবনের জয়যাত্রা ১৯৩৯
নাটক[সম্পাদনা]
- ঝিলিমিলি (নাট্যগ্রন্থ) ১৯৩০
- আলেয়া (গীতিনাট্য) ১৯৩১[২]
- পুতুলের বিয়ে (কিশোর নাটক) ১৯৩৩
- মধুমালা (গীতিনাট্য) ১৯৬০
- ঝড় (কিশোর কাব্য-নাটক) ১৯৬০
- পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক) ১৯৬৪
প্রবন্ধ এবং নিবন্ধ[সম্পাদনা]
- যুগবানী ১৯২৬
- ঝিঙ্গে ফুল ১৯২৬
- দুর্দিনের যাত্রী ১৯২৬
- রুদ্র মঙ্গল ১৯২৭
- ধূমকেতু ১৯৬১
- রাজবন্দির জবানবন্দি
অনুবাদ এবং বিবিধ[সম্পাদনা]
- রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ) ১৯২৩
- দিওয়ানে হাফিজ (অনুবাদ) ১৯৩০
- কাব্যে আমপারা (অনুবাদ) ১৯৩৩
- মক্তব সাহিত্য (মক্তবের পাঠ্যবই) ১৯৩৫
- রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম (অনুবাদ) ১৯৫৮
- নজরুল রচনাবলী (ভলিউম ১-৪,বাংলা একাডেমী)১৯৯৩
সঙ্গীত গ্রন্থাবলী[সম্পাদনা]
- বুলবুল (১ম খন্ড-১৯২৮, ২য় খন্ড-১৯৫২)
- চোখের চাতক (১৯২৯)
- চন্দ্রবিন্দু (১৯৪৬)
- নজরুল গীতিকা (১৯৩০)
- নজরুল স্বরলিপি (১৯৩১)
- সুরসাকী (১৯৩১)
- জুলফিকার (১৯৩২)
- বনগীতি (১৯৩২)
- গুলবাগিচা (১৯৩৩)
- গীতিশতদল (১৯৩৪)
- সুরলিপি (১৯৩৪)
- সুর-মুকুর (১৯৩৪)
- গানের মালা (১৯৩৪)
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "ইসলাম, কাজী নজরুল - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২১।
- ↑ "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"। NTV Online। ২০১৯-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২১।