নগ্নবীজী উদ্ভিদ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
নগ্নবীজী উদ্ভিদ সময়গত পরিসীমা: ৩৭.০–০কোটি ডেভোনিয়ান - বর্তমান | |
---|---|
![]() | |
Various gymnosperms. | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
উপজগৎ: | Embryophyta |
(শ্রেণীবিহীন): | Gymnospermae (paraphyletic) |
বিভাগ | |
Pinophyta (or Coniferophyta) - Conifers |
যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয়না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— ডাব, নারিকেল । নগ্নবীজী উদ্ভিদ সজীব উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন। গ্রিক শব্দ Gymnos = নগ্ন ও spermos = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভূত হয়েছে।
গঠন ও আকৃতি[সম্পাদনা]
এগুলোর নির্দিষ্ট কোনো আকার,আাকৃতি নেই।
==প্রজাতি==cycas
বৈশিষ্ট্য[সম্পাদনা]
- উদ্ভিদ বহুবর্ষজীবী।
- এরা চিরসবুজ।
- মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ) তৈরি করে অর্থাৎ এরা স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
- ডিম্বক থাকে মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায়।
- গর্ভাশয় না থাকায় কোনো ফল সৃষ্টি হয়না।
- ফল সৃষ্টি হয় না বিধায় বীজ/নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে।
- নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না তাই শাঁস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। তবে ব্যতিক্রম Ephedra।
- এরা সকলেই বায়ু পরাগী।
- এদের জীবনচক্রে অসম আকৃতির অর্থাৎ heteromorphic জনুক্রম বিদ্যমান।
- সাধারণত এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়।