বিষয়বস্তুতে চলুন

নগেন্দ্রবালা মুস্তোফী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নগেন্দ্রবালা মুস্তোফী
জন্ম১৮৭৮
পালপাড়া হুগলি ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ ভারত)
মৃত্যু১৯০৬
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
উল্লেখযোগ্য রচনা"প্রেমগাথা"
"অমিয়গাথা"
দাম্পত্যসঙ্গীখগেন্দ্রনাথ মুস্তোফী (বি.১৮৮৮)

নগেন্দ্রবালা মুস্তোফী , সরস্বতী, (বিবাহের পূর্বে নগেন্দ্রবালা সরকার) ( ১৮৭৮ - ১৯০৬) ছিলেন ঊনবিংশ শতকের বাংলার মহিলা কবি ও প্রাবন্ধিক। []

জীবনী

[সম্পাদনা]

নগেন্দ্রবালা সরকারের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পালপাড়ায়। পিতা নৃত্যগোপাল সরকার। বাল‍্যকালে কিছুদিন তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। [] দশ বৎসর বয়সে নগেন্দ্রবালার বিবাহ হয় হুগলি জেলার সুখড়িয়ার জমিদার মিত্র-মুস্তোফী পরিবারের খগেন্দ্রনাথ মুস্তোফির সঙ্গে। খগেন্দ্রনাথ ছিলেন সাব-রেজিস্টার।[] বিবাহের পর নিজের চেষ্টায় ইংরাজী, ওড়িয়া ও সংস্কৃত শেখেন এবং বারো বছর বয়স থেকে কবিতা রচনা শুরু করেন। 'নব্যভারত', 'সাহিত্য', 'বামাবোধিনী', 'বীরভূম', 'পূর্ণিমা', 'জন্মভূমি' প্রভৃতি পত্র-পত্রিকায় নিবন্ধ লিখতেন।

কাব্যগ্রন্থ -
  • মর্ম্মগাথা (১৮৯৬)। পৃ ১৭০।
  • প্রেম-গাথা (১৮৯৮)। পৃ ১৫৫।
  • অমিয়গাথা (১৯০২)। পৃ ২১০।
  • ব্রজগাথা (১৯০২)। পৃ ২৫০।
  • ধবলেশ্বর (১৯০৩)। পৃ ২২।
  • বসন্ত গাথা (১৯০৫)। পৃ ৩১।
  • কণা ১৩১২ (১৯০৫)। পৃ ৬০।
  • কুসুম গাথা (১৯০৫)। পৃ ৯০।
অন্যান্য গ্রন্থ-
  • নারীধর্ম্ম (সন্দর্ভ), (১৯০০)। পৃ ১০৮।
  • গার্হস্থ্যধর্ম্ম (১৯০৪)। পৃ ১২৮।
উপন্যাস-
  • সতী (১৯০৬) - সামাজিক উপন্যাস। পৃ ৭৮ []

তার অপ্রকাশিত গ্রন্থ ছিল আটটি। []

নগেন্দ্রবালা তার "প্রেমগাথা" কাব্যগ্রন্থের জন্য হেয়ার প্রাইজ এসে ফান্ড (Hare Prize Essay Competition) -এর অধ্যক্ষগণ কর্তৃক পুরস্কৃত হন এবং "অমিয়গাথা" কাব্যগ্রন্থের জন্য নবদ্বীপের দুই পণ্ডিত মহামহোপাধ্যায় কৃষ্ণনাথ ন্যায়পঞ্চানন ও মহামহোপাধ্যায় অজিতনাথ ন্যায়রত্ন এর কাছ থেকে "সরস্বতী" উপাধি লাভ করেন। []

১৯০৬ খ্রিস্টাব্দে (১৩১৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে) নগেন্দ্রবালার অকাল মত্যু ঘটে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৩২৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "বঙ্গসাহিত‍্যে নারী"। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-০৭