ধলাই, কাছাড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ধোলাই থেকে পুনর্নির্দেশিত)
ধলাই
গ্রাম
দেশ ভারত
রাজ্যআসাম
জেলাকাছাড়
ব্লকনরসিংহপুর
জনসংখ্যা (২০১৫)
 • মোট১০,০০০
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
এলাকা কোড০৩৮৪২

ধলাই ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার নরসিংহপুর তহশিলের একটি ছোট্ট শহর।

সংক্ষিপ্ত বিবরণ[সম্পাদনা]

ধোলাই শহরটি জেলা সদর শিলচর থেকে দক্ষিণ দিক থেকে ৩০ কিলোমিটার, নরসিংপুর থেকে ২২ কিলোমিটার ও রাজ্যের রাজধানী দিশপুর থেকে ২৩৫ কিলোমিটার  দূরত্বে অবস্থিত।

ধোলাই শহরের পিন কোড হচ্ছে ৭৮৮১১৪ এবং ডাক প্রধান কার্যালয় হচ্ছে ধোলাই বাজার ।

হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, ধর্মনগর ধোলাইয়ের নিকটতম শহর।

জনপরিসংখ্যান[সম্পাদনা]

ধোলাই শহরের আনুমানিক জনসংখ্যা ১০,০০০।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

  • বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চ মাধ্যমিক স্কুল

ভাষা[সম্পাদনা]

বাংলা, দিমাসা ও মনিপুরী এখানকার স্থানীয় ভাষা।

সন্নিহিত অঞ্চল[সম্পাদনা]

  • ভাগা বাজার 
  • ভৈরেংতে
  • লায়লাপুর 
  • চান্নিঘাট
  • হাউয়াইথাঙ্গ

নিকটবর্তী গ্রামগুলো[সম্পাদনা]

  • নরসিংপুর
  • চান্দপুর
  • ক্লেভারহাউস
  • দার্বি
  • জামালপুর
  • জীবনগ্রাম
  • কাজীডহর
  • নাগদিগ্রাম
  • পাণিভরা
  • পুটিখাল
  • রাজনগর
  • সপ্তগ্রাম
  • শাওরেরতল

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

এখানে ৩০ কিলোমিটারের দূরত্বে কোনো রেল পরিষেবা নেই। তাছাড়া, শিলচর রেল জংশন ধোলাই থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত ।

রাজনীতি[সম্পাদনা]

ধোলাই ১১ নং ধোলাই (তফসিলি) বিধানসভা সমষ্টি এবং ২ নং শিলচর লোকসভা সমষ্টির একটি অংশ।

তথ্যসূত্র[সম্পাদনা]