চিন্তাগোষ্ঠী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ধী গোষ্ঠী থেকে পুনর্নির্দেশিত)

চিন্তাগোষ্ঠী হলো একই দৃষ্টিভঙ্গি ও বৈচারিক গুণসহ ব্যক্তিবর্গের চিন্তাধারাবুদ্ধিবৃত্তিক ঐতিহ্য[১] সাধারণত একই চিন্তাগোষ্ঠীর ব্যক্তিরা দর্শন, শৃঙ্খলা, বিশ্বাস, সামাজিক আন্দোলন, অর্থনীতি, সাংস্কৃতিক আন্দোলন বা শিল্প আন্দোলনের ইত্যাদি নান্দনিকসামাজিক বিষয়সমূহ সম্পর্কে সম দৃষ্টিভঙ্গি বা মতামত পোষণ করে। [২]

ভারতীয় চিন্তাগোষ্ঠী[সম্পাদনা]

ভারতীয় উপমহাদেশের নানা বৈচিত্র ও বিভিন্নতার জন্য নানা চিন্তাগোষ্ঠীর উদ্ভব হতে থেকেছে।

বৈদিক যুগে বেদের সংশ্লিষ্টেই প্রথম আস্তিক ও নাস্তিক গোষ্ঠীর সৃষ্টি হয়। এর পর আস্তিকদের মধ্যেও ছয় প্রকার যথা; ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসাবেদান্ত গোষ্ঠীর প্রকাশ হয়। প্রত্যেকের ধী-এর প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "school of thought"Dictionary Cambridge। Cambridge University Press। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১ 
  2. Hattangadi, Vidya (১৭ জুন ২০১৯)। "Evaluating Mintzberg's 10 schools of thoughts for strategy formulation"। Indian Express group। Financial Express। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১