ধানকাটি ইউনিয়ন
অবয়ব
ধানকাটি | |
---|---|
ইউনিয়ন | |
ধানকাটি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ধানকাটি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৭′৫৭″ উত্তর ৯০°২৬′২১″ পূর্ব / ২৩.১৩২৫০° উত্তর ৯০.৪৩৯১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | ডামুড্যা উপজেলা |
প্রতিষ্ঠা | ১০-০৩-১৯৩৯ |
আয়তন | |
• মোট | ৫,৮৭০ বর্গকিমি (২,২৭০ বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩১.৩৬ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ধানকাটি ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ডামুড্যা উপজেলা থেকে দূরত্ব- ১০ কি: মি:।
প্রধান ফসল
[সম্পাদনা]ধান, পাট, আলু,গম ফুলকপি উল্লেখযোগ্য।
ইতিহাস
[সম্পাদনা]গ্রাম সমূহ
[সম্পাদনা]গ্রামের সংখ্যা ২৫ টি: চরপাতালিয়া, মামুদপট্রি, বাহেরচর, তারাকান্দি, উত্তর আকালবরিশ, চরহানিফা, দশমনতারা, পূর্বকান্দি, স্নানঘাটা, জায়গীর, মোল্যাকান্দি, বিশ্বাসকান্দি, বাড়ৈকান্দি, বালাকান্দি, ভাদুরীকান্দি, কাজীকান্দি, মডেরকান্দি, বালিয়াকান্দি, চরধানকাটি, হাওলাদারকান্দি, তালুকেরকান্দি, ডগারপাড়, হাওলাদারকান্দি, ধানকাটি, পৈতকাটি, বৈদ্য কান্দি, ঘরামী কান্দি।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]ধানকাটি ইউনিয়নের মোট আয়তন ৫,৮৭১ একর। জনসংখ্যা রয়েছে প্রায় ২৪৪৯৪ জন। তাঁর মধ্যে পুরুষ: ১৩,৩৮২ জন এবং নারী: ১১,২৪৭ জন।
শিক্ষা
[সম্পাদনা]ধানকাটি ইউনিয়নের শিক্ষারহার: ৩৪.৩৬ %
- শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাঃ বিঃ–১৫ টি
- মাধ্যমিক বিদ্যালয়–০২ টি
- দাখিল মাদ্রাসা–০২ টি
- এতিমখানা–০১ টি
- কারিগরি প্রশিক্ষন কেন্দ্র–০১ টি
- হাফেজিয়া মাদ্রাসা–০২ টি
- এবতেদায়ী মাদ্রাসা–০৩ টি
- নূরানী মাদ্রাসা–০৫ টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ঐতিহ্যবাহী মডেরহাট বালুর মাঠ ও দিঘী।
- ডগারপাড় মৎস্য খামার।
- বাহেরচর মাদ্রাসা মসজিদ।
- গরিবের হাতিরঝিল পাতালিয়া।
- জোড়া ব্রিজ।
- রশিদ বেপারির আমের বাগান (বালিয়া কান্দি)।
- গিরিংগি মার্কেট (মোল্লা কান্দি)।
- আকন বাড়ির পান্না (বালিয়া কান্দি)।
- নতুন বাজার (উত্তর আকাল বরিশ)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]জনপ্রতিনিধি
[সম্পাদনা]- বর্তমান চেয়ারম্যান: জনাব গোলাম মাওলা রতন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ধানকাটি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১০ এপ্রিল ২০১৯। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯।
- ↑ "ডামুড্যা উপজেলা"। বাংলাপিডিয়া। ২৩ ডিসেম্বর ২০১৪। ৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৯।