ধলাই বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধলাই
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১১ নং চিহ্নিত কেন্দ্রটি পাথারকান্দি
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১১ নং চিহ্নিত কেন্দ্রটি পাথারকান্দি
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকাছাড়
কেন্দ্র নং.১১
লোকসভা কেন্দ্র২. শিলচর
নির্বাচনী বছর১,৯০,৭৯১ (২০২১)

ধলাই বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি তফসিলি জাতি সদস্যের জন্য সংরক্ষিত।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (ছয় বার)।

ভোটার পরিসংখ্যান[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৯০,৭৯১ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৮,৩১৩ জন এবং নারী ভোটার ৯২,৪৭৭ জন। এছাড়াও একজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। ধলাই বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪১।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৬০,৫২৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৬১৪ জন এবং নারী ভোটার ৭৪,৯১১ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩৯,৬৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৪,১২৮ জন এবং নারী ভোটার ৬৫,৫৩৮ জন।[৩]

বিধানসভার সদস্য[সম্পাদনা]

নির্বাচন বিধায়ক[৪] রাজনৈতিক দল সময়কাল
২০২১ পরিমল শুক্লবৈদ্য বিজেপি ২০১৬-বর্তমান
২০১৬
২০১১ গিরীন্দ্র মল্লিক আইএনসি ২০১১-১৬
২০০৬ পরিমল শুক্লবৈদ্য বিজেপি ২০০১-১১
২০০১
১৯৯৬ গিরীন্দ্র মল্লিক আইএনসি ১৯৯৬-২০০১
১৯৯১ পরিমল শুক্লবৈদ্য বিজেপি ১৯৯১-৯৬
১৯৮৫ দিগেন্দ্র পুরকায়স্থ আইএনসি ১৯৮৫-৯১
১৯৮৩ শিশির রঞ্জন দাস ১৯৭৮-৮৫
১৯৭৮
১৯৭২ দ.চ পুরকায়স্থ ১৯৭২-৭৮
১৯৭০ এস.পি বৈন্দ্য এনজেসি ১৯৭০-৭২
১৯৬৭ জে.এম বড়ভূঁইয়া স্বতন্ত্র ১৯৬৭-৭০

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০২১ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : ধলাই[৫]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি পরিমল শুক্লবৈদ্য ৮২,৫৬৮ ৫৫.০৩% +১.৪৯
কংগ্রেস কামাখ্যা প্রসাদ মল্ল ৬২,১৭৬ ৪১.৪৪% +৮.৮২
এসইউসিআই(সি) গৌরচন্দ্র দাস ১,৮৩৪ ১.২২% +০.৩৩
উপরের কোনোটিই নয় ওপরের কোনোটিই নয় ১,৫৬১ ১.০৪% -০.৬০
জয়ের ব্যবধান ২০,৩৯২ ১৩.৭৩% -৭.১৯
ভোটার উপস্থিতি ১,৪৮,৪৯০ ৭৮.১৩% -২.০১
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং +১.৪৯

২০১৬ ফলাফল[সম্পাদনা]

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : ধলাই
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি পরিমল শুক্লবৈদ্য ৬৮,৬৯৪ ৫৩.৫৪
কংগ্রেস গিরীন্দ্র মল্লিক ৪১,৮৫৮ ৩২.৬২
গণতান্ত্রিক মোর্চা ললিত প্রসাদ মল্ল ১৩,৩৮২ ১০.৪২
এসইউসিআই(সি) গৌরচন্দ্র দাস ১,১৪৬ ০.৮৯
স্বতন্ত্র নীহাররঞ্জন দাস ১,১১৪ ০.৮৬
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ২,১১০ ১.৬৪
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৮৩৭ ২০.৯২
ভোটার উপস্থিতি ১,২৮,৩০৩ ৮০.১৪
কংগ্রেস থেকে বিজেপি অর্জন করেছে সুইং

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Patharkandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/dholai-election-result-s03a011/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।