ধর্মে আছো জিরাফেও আছো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধর্মে আছো জিরাফেও আছো
প্রথম সংস্করণের প্রচ্ছদ (১৯৬৫)
লেখকশক্তি চট্টোপাধ্যায়
অঙ্কনশিল্পীনিতাই ঘোষ
প্রচ্ছদ শিল্পীনিতাই ঘোষ
দেশভারত
ভাষাবাংলা
বিষয়কবিতা
ধরনআধুনিক
প্রকাশিতঅক্টোবর ১৯৬৫
প্রকাশকবীক্ষণ প্রকাশ ভবন
মিডিয়া ধরনহার্ডকভার
পৃষ্ঠাসংখ্যা৭৪[১]
আইএসবিএন৯৭৮৯৩৮৪৯৯২৩৪৭ (২০১৫) {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর
ওসিএলসি২৩৫৭৭৬৬৪
পূর্ববর্তী বইহে প্রেম হে নৈঃশব্দ্য (১৯৬১) 
পরবর্তী বইঅনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে (১৯৬৬) 

ধর্মে আছো জিরাফেও আছো ভারতীয় বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ, যেটি ১৯৬৫ সালে ১৯৬৫ সালের অক্টোবরে (আশ্বিন ১৩৭২ বঙ্গাব্দ) বীক্ষণ প্রকাশ ভবন কর্তৃক প্রকাশিত হয়।[২][৩] কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কণ করেছেন নিতাই ঘোষ[১] শক্তি কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন 'আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে'।[১]

গঠন[সম্পাদনা]

শক্তি চট্টোপাধ্যায় এই কাব্যগ্রন্থ রচনার প্রসঙ্গে বলেছেন, তিনি এতে সচেতনভাবে রবীন্দ্রনাথের ভাষাভঙ্গিতে রচনার চেষ্টা চালিয়েছেন।[৪][৫]

কবিতাসূচি[সম্পাদনা]

এই কাব্যগ্রন্থে সর্বমোট ৮৫ টি কবিতা সংকলিত হয়েছে।[১]

  1. হলুদ বাড়ি
  2. বাগানে কি ধরেছিলে হাত
  3. স্বর্ণচাপার ঘর
  4. ভেবেছিলাম
  5. তোমর পথ কি আমার পথেই পড়ে
  6. প্রিয়তমা, শুকতারা
  7. এই গ্রাম পর্বতে
  8. আমি স্বেচ্ছাচারী
  9. অন্ধকারে
  10. তুমি কি আমারো চেয়ে বড়ো
  11. জুলেখা ডবসন
  12. বাঁধের উপর চাঁদ উঠেছে
  13. আমি কেবলি বাতপি
  14. জ্যোৎস্নার বল্লম হাতে
  15. দূরগামী গাড়ি
  16. উপকূলে শুয়ে আছে অনিমেষ
  17. হৃদয়পুর
  18. স্থায়ী
  19. ঝাউয়ের ডাকে
  20. অমরাবতীর আলো
  21. গোপন শিক্ষা
  22. বসন্ত আসে
  23. কে আর তেমন ভালোবাসে
  24. ভিতরে আমার
  25. কেতকী
  26. চৈত্রে
  27. সমুদ্র অভিমুখে
  28. ব্রিজ—যমুনার জল
  29. সময় হয়েছে
  30. চাবি
  31. সময়
  32. মনে কি তোমার
  33. তুমি জানো
  34. তুমি যেনো রেলের স্টেশন
  35. দেয়ালের কাছে
  36. অবনী বাড়ি আছো
  37. আছে আছে সে এখানে আছে
  38. ফাঁকি
  39. আনন্দ-ভৈরবী
  40. তোমাকেই মনে পড়ে
  41. ধর্ম
  42. অধর্ম
  43. সরোজিনী বুঝেছিলো
  44. পারিপার্শ্বিক থেকে
  45. পাহাড়ে পাহাড়ে
  46. প্রকৃতির কাছ থেকে
  47. কার্তিকের শেষ রাতে
  48. রাতের নির্জনে
  49. এখনও বুকের মাঝে ওঠে গ্রিস
  50. আজও আমি
  51. কোনোদিনই পাবে না আমাকে—
  52. চাঁদের ভিতরে
  53. জীবনের কোলে বসে মরণের অবসাদ
  54. কে বাগানে
  55. তুমি শুধু নও তোমারি আপন
  56. কাছে
  57. ছিন্ন পাতার সাজাই তরণী
  58. আমার ছিলো একটি ক্ষেতের চাষ
  59. এবার হয়েছে সন্ধ্যা
  60. কৃষ্ণচুড়ার পথ
  61. সেই ফেলে-আসা রুমাল
  62. রাষ্ট্রীয় আদেশ
  63. মনে পড়ল
  64. ভূতপ্রেত ছিলো কিংবা নারী
  65. মনে আমার
  66. সে
  67. স্বেচ্ছা
  68. ফুটবল
  69. মন বলে
  70. ভাসাই নদীতে নৌকা
  71. বনে বনে
  72. ব্লিডিং হার্ট
  73. নতুন করে কি বাঁচা সম্ভব হবে?
  74. স্বার্থ
  75. যখন বৃষ্টি নামল
  76. মালির একান্ত প্রয়োজন
  77. অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে
  78. কার পদধ্বনি
  79. ছুটি ছুটি একান্তই ছুটি
  80. প্রেম
  81. যাকে চেয়েছিলাম তাকে
  82. দুই বাংলাই রইল না কাছাকাছি
  83. দুয়ার খুলে দাও, প্রহরী
  84. ফাঁদের মতো প্রেম
  85. অন্ধকারের বন্ধনে

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সমীর সেনগুপ্ত (সম্পাদক)। "শক্তি চট্টোপাধ্যায়-এর গ্রন্থপঞ্জী / ধর্মে আছো জিরাফেও আছো"parabaas.com (অনলাইন)। পরবাস। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৮ 
  2. শক্তি চট্টোপাধ্যায় (১৯৬৫)। ধর্মে আছ জিরাফেও আছআইএসবিএন 9789384992347। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. শক্তি চট্টোপাধ্যায় (অক্টোবর ১৯৬৫)। "Abani, are you home?" [অবনী বাড়ি আছো?]। parabaas.com (ইংরেজি ভাষায়)। বীক্ষণ প্রকাশ ভবন। সংগ্রহের তারিখ এপ্রিল ২৪, ২০১৮ 
  4. "পদ্যবন্ধ"। পদ্যবন্ধ (শারদসংখ্যা ১৩৮৭ সংস্করণ)। ১৩৮৭। 
  5. সুবীর বোস (আগস্ট ২০১৫)। "মুসাবিদা - (দাও শক্তি)" (ওয়েব)parabaas.com। পরবাস। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]