দ্য স্ট্রাগল ফর এম্পায়ার: আ স্টোরি অফ দি ইয়ার ২২৩৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য স্ট্রাগল ফর এম্পায়ার: আ স্টোরি অফ দি ইয়ার ২২৩৬ (ইংরেজি: The Struggle for Empire: A Story of the Year 2236) হল রবার্ট উইলিয়াম কোলের লেখা একটি কল্পবিজ্ঞান উপন্যাস। ১৯০০ সালে প্রকাশিত এই উপন্যাসটিকে প্রথম যুগের স্পেস অপেরাগুলির অন্যতম হিসাবে গণ্য করা হয়।[১] এটিই প্রথম উপন্যাস যেখানে ছায়াপথীয় সাম্রাজ্য, প্রতি ঘণ্টায় বহু লক্ষ মাইল বেগে ধাবমান মহাকাশযানে আন্তঃনক্ষত্র ভ্রমণ এবং সহস্রাধিক রণ-নক্ষত্রযানের সংঘাতের ধারণাটি উপস্থাপিত করা হয়েছিল।[২] এই উপন্যাসে দেখা যায়, আফ্রিকা, এশিয়া ও পৃথিবীর অন্যান্য অঞ্চলের দেশগুলিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হওয়ার পর অন্যান্য নক্ষত্রজগতও ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে[৩] এবং সেই সাম্রাজ্যে ‘অ্যাংলো-স্যাক্সন জাতি অনেক দিন আগেই সমগ্র ভূমণ্ডলকে আত্মীভূত করেছে’।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bleiler, Everett Franklin (১৯৯২)। Science Fiction: The Early Yearsবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। Kent State University Press। পৃষ্ঠা 147আইএসবিএন 978-0873384162 
  2. Edward, James (১৯৯৫)। Anticipations: Essays on Early Science Fiction and Its Precursors। Syracuse University Press। পৃষ্ঠা 43আইএসবিএন 978-0815626404 
  3. Wetmore, Kevin J. (২০১৭)। The Empire Triumphant: Race, Religion and Rebellion in the Star Wars Films। McFarland। পৃষ্ঠা 13। আইএসবিএন 978-0786422197 
  4. Claeys, Gregory (২০১৬)। Dystopia: A Natural History। Oxford University Press। পৃষ্ঠা 301। আইএসবিএন 0198785682