দ্যা স্টোরি অফ সামারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দ্য স্টোরি অফ সামারা থেকে পুনর্নির্দেশিত)
দ্য স্টোরি অফ সামারা
দ্য স্টোরি অব সামারার পোস্টার
পরিচালকরিকিয়া মাসুদো
প্রযোজকভারটেক্স প্রোডাকশন হাউজ
রচয়িতারিকিয়া মাসুদো
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
পরিবেশকভারটেক্স প্রোডাকশন হাউজ
মুক্তি২৮ আগস্ট ২০১৫
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৫ কোটি

দ্য স্টোরি অফ সামারা (ইংরেজি: The Story of Samara), রিকিয়া মাসুদো পরিচালিত এবং ভারটেক্স প্রোডাকশন হাউজ প্রযোজিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী ভৌতিক চলচ্চিত্র। বাংলাদেশী চলচ্চিত্র ইতিহাসের প্রথম ভৌতিক ছবি এটি। এই ছবির শুটিং ২০১৩ সালের জানুয়ারীতে শুরু হয়েছিলো। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শিবা আলী খান, সন্জু সনজ, প্রসুন আজাদ এবং আমান খান। ছবিটির অনেক অংশে ভিজ্যুয়াল এফেক্টস প্রয়োগ করা হয়েছে। এই ছবিটি তৈরী করতে সর্বমোট ৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ছবিটিতে সর্বমোট ৭০০ 4k ক্যামেরা ব্যবহার করা হয়েছে।[১][২][৩]

অভিনয়[সম্পাদনা]

চিত্রায়ন[সম্পাদনা]

এর শুটিং ২০১৩-এর অগাস্টে শুরু হয়। ছবিটির কিছু দৃশ্য শাহবাগের টেনিস ফেডারেশন-এ নেয়া হয়, এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান, কক্সবাজার এবং রাঙামাটিতেও কিছু দৃশ্যায়ন করা হয়। ছবিতে বেশির ভাগ দৃশ্য স্পেশাল ইফেক্ট দিয়ে করা হয়েছে। এই চলচ্চিত্রটিতে সনি ৭০০ এফ এক্স এবং সং এফ থ্রী ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি দৃশ্য চিত্রায়নের জন্য শিবা আলী খানকে ক্যাবল দ্বারা মাটি থেকে ১০০ মিটার উপরে ঝুঁলতে হয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How long will I hang"। dhallywood24। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪ 
  2. "The Story of Samara-Bengali movie by Rikia Masudo"। movienews24। ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪ 
  3. "'The Story of Samara' filming begins"। theIndependent। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪ 
  4. "'Horror Thriller The Story of Samara in Dhallywood'"। Somoy News। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪