দ্য সার্কাস (১৯২৮-এর চলচ্চিত্র)
দ্য সার্কাস | |
---|---|
পরিচালক | চার্লি চ্যাপলিন |
প্রযোজক | চার্লি চ্যাপলিন |
রচয়িতা | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আর্থার কে (১৯২৮-এর সংস্করণ) চার্লি চ্যাপলিন (১৯৬৭-এর সংস্করণ) |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
মুক্তি | ৬ জানুয়ারি ১৯২৮ |
স্থিতিকাল | ৭০ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক ইংরেজি আন্তঃভাষ্য |
দ্য সার্কাস ১৯২৮ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নির্বাক হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন চার্লি চ্যাপলিন, অ্যাল আর্নেস্ট গার্সিয়া, মার্না কেনেডি, হ্যারি ক্রোকার ও হেনরি বার্গম্যান। একটি উন্নততর সার্কাসের রিংমাস্টার সঙ হিসেবে দ্য ট্রাম্পকে তার দলে নেন, কিন্তু তিনি পরে আবিষ্কার করেন সে শুধুমাত্র অনিচ্ছাকৃতভাবেই হাস্যকর কাজ করতে পারে, কোন গুরুত্বপূর্ণ কাজে নয়।
এই চলচ্চিত্র নির্মাণ ছিল চ্যাপলিনের কর্মজীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। এই সময়ে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে নির্মাণ দেরি হতে থাকে। স্টুডিওতে আগুন লাগা, চ্যাপলিনের মায়ের মৃত্যু, তাঁর দ্বিতীয় স্ত্রী লিটা গ্রের সঙ্গে বিবাহ বিচ্ছেদ, এবং অভ্যন্তরীণ রাজস্ব সেবার কর ফাঁকি দেওয়ার মামলা, এই সমস্যাগুলোর জন্য নির্মাণে আটমাস সময় লেগে যায়।[১] চলচ্চিত্রটি নির্বাক চলচ্চিত্রের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের স্থান দখল করে।[২]
কুশীলব
[সম্পাদনা]- চার্লি চ্যাপলিন - দ্য ট্রাম্প
- অ্যাল আর্নেস্ট গার্সিয়া - সার্কাস মালিক ও রিংমাস্টার
- মার্না কেনেডি - সার্কাস মালিকের কন্যা ও সার্কাসের রাইডার
- হ্যারি ক্রোকার - রেক্স, দড়ির উপর হণ্টক
- জর্জ ডেভিস - জাদুকর
- হেনরি বার্গম্যান - বৃদ্ধ সঙ
- টিনি স্যান্ডফোর্ড - প্রধান মালিক
- জন র্যান্ড - প্রধান মালিকের সহকারী
- স্টিভ মার্ফি - পকেটমার
মুক্তি
[সম্পাদনা]দ্য সার্কাস চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় নিউ ইয়র্ক সিটির মার্ক স্ট্র্যান্ড থিয়েটারে ১৯২৮ সালের ৬ জানুয়ারি,[৩] এবং লস অ্যাঞ্জেলেসের গ্রম্যান্স চাইনিজ থিয়েটারে ২৭ জানুয়ারি।[৪] এটি সবাক চলচ্চিত্র যুগের শুরুতে মুক্তি পায়।[৫] এই ছবি মুক্তির মাত্র একমাস পূর্বে প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র দ্য জ্যাজ সিঙ্গার মুক্তি পায়।
চ্যাপলিন ১৯৬৭ সালে এই চলচ্চিত্রে নতুন করে সুরারোপ করেন, এবং নতুন সংস্করণটি ১৯৬৮ সালে কপিরাইট করে ১৯৬৯ সালে পুনঃমুক্তি দেওয়া হয়।
পুরস্কার
[সম্পাদনা]চার্লি চ্যাপলিন এই চলচ্চিত্রের জন্য চারটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন, কিন্তু একাডেমি তাকে ১ম একাডেমি পুরস্কারে "দ্য সার্কাস চলচ্চিত্রটি রচনা, এতে অভিনয়, পরিচালনা ও প্রযোজনার জন্য" বিশেষ পুরস্কার প্রদান করে।[৬][৭] একাডেমি তাদের দাপ্তরিক মনোনয়নের তালিকায় চ্যাপলিনের নাম অন্তর্ভুক্ত করে না, যদিও বেশিরভাগ অনানুষ্ঠানিক তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
পুরস্কারের বিভাগ | মনোনীত |
---|---|
শ্রেষ্ঠ চলচ্চিত্র | ইউনাইটেড আর্টিস্ট্স (চার্লি চ্যাপলিন, প্রযোজক) |
শ্রেষ্ঠ পরিচালক, হাস্যরসাত্মক চলচ্চিত্র | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠ অভিনেতা | চার্লি চ্যাপলিন |
শ্রেষ্ঠ লেখনী (মৌলিক গল্প) | চার্লি চ্যাপলিন |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bourne, Mark (২০০৪)। "The Circus: The Chaplin Collection"। ডিভিডি জার্নাল। The DVD Journal। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭।
- ↑ Pierce, David, সম্পাদক (জুন ২১, ১৯৩২)। "Biggest Money Picture"। ভ্যারাইটি। পৃষ্ঠা 1। জুলাই ৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৯, ২০১৭।
- ↑ Vance, Jeffrey (২০০৩)। Chaplin: Genius of the Cinema। Harry N. Abram। পৃষ্ঠা 182–183। আইএসবিএন 0-8109-4532-0।
- ↑ Lynn 1997, p. 313.
- ↑ Crafton, Donald (১৯৯৯)। "The Uncertainty of Sound"। The Talkies: American Cinema's Transition to Sound, 1926-1931। 4। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। পৃষ্ঠা 17। আইএসবিএন 0-520-22128-1।
- ↑ Mitchell 1997, p. 59.
- ↑ "The Circus"। Academy of Motion Picture Arts and Sciences। ১৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭।
আরও পড়ুন
[সম্পাদনা]- Lynn, Kenneth Schuyler (১৯৯৭)। Charlie Chaplin and his Times। Simon and Schuster। আইএসবিএন 0-684-80851-X।
- Mitchell, Glenn (১৯৯৭)। The Chaplin Encyclopedia। B.T. Batsford Ltd। আইএসবিএন 0-7134-7938-8।
- Vance, Jeffrey (২০০৩)। Chaplin: Genius of the Cinema। New York: Harry N. Abrams। আইএসবিএন 0-8109-4532-0।
- Vance, Jeffrey (১৯৯৬)। ""The Circus": A Chaplin Masterpiece"। Film History। Indiana University Press। 8 (2): 186–208। জেস্টোর 3815334।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইউটিউবে দ্য সার্কাস
- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য সার্কাস (ইংরেজি)
- অলমুভিতে দ্য সার্কাস (ইংরেজি)
- ১৯২৮-এর চলচ্চিত্র
- ১৯২০-এর দশকের হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ইউনাইটেড আর্টিস্ট্সের চলচ্চিত্র
- চার্লি চ্যাপলিন পরিচালিত চলচ্চিত্র
- চার্লি চ্যাপলিন প্রযোজিত চলচ্চিত্র
- চার্লি চ্যাপলিনের চিত্রনাট্য
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন নির্বাক চলচ্চিত্র
- মার্কিন সাদাকালো চলচ্চিত্র
- মার্কিন হাস্যরসাত্মক চলচ্চিত্র
- সার্কাস চলচ্চিত্র
- ১৯২০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- মার্কিন নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র