দ্য লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লিগ অফ
এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকস্টিফেন নরিংটন
প্রযোজকশ্যান কানরি
ট্রিভোর্ট আলবার্ট
রিক ব্যানাটার
মার্ক গর্ডন
ডন মার্ফি
মাইকেল নেলসন
চিত্রনাট্যকারজেমস দেল রবিনসন
উৎসদ্য লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যান (কমিক) by
অ্যালেন মুর
কেভিন ও’নীল
শ্রেষ্ঠাংশেশ্যান কনেরি
নাসিরুদ্দিন শাহ্
পিটা উইলসন
টনি কারেন
স্টুয়ার্ট টাউনসেন্ড
শ্যান ওয়েস্ট
জেসন ফ্লেমিং
রিচার্ড রক্সবার্গ
সুরকারট্রিভোর জোন্স
চিত্রগ্রাহকড্যান লাউটস্‌সেন
সম্পাদকপল রাবেল
প্রযোজনা
কোম্পানি
২০তম সেঞ্চুরি ফক্স
অ্যাংরি ফিল্মস
ইন্টারনেশনাল প্রোডাকসন্স কম্পানি
জেডি প্রোডাকসন্স
পরিবেশক২০তম সেঞ্চুরি ফক্স
মুক্তিজুলাই ১১, ২০০৩
স্থিতিকাল১১০ মিনিট
দেশজার্মানি
যুক্তরাষ্ট্র[১]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৭৮ মিলিয়ন
আয়$১৭৯,২৬৫,২০৪

দ্য লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলমেন ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র যার চরিত্রগুলো নেওয়া হয়েছে অ্যালেন মুর লিখিত একই নামের কমিক বই থেকে। অ্যালেন মুর এর বই থেকে তৈরি অন্য চলচ্চিত্রগলো হল, ওয়াচম্যান, ভী ফর ভেনডেটা এবং ফ্রম হেল। এই চলচ্চিত্রটি ২০তম সেঞ্চুরি ফক্স কর্তৃক পরিবেশিত ও ১১ই জুলাই ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি পরিচালনা করেন স্টিফেন নরিংটন এবং অভিনয় করেন শ্যান কনেরি, নাসিরুদ্দিন শাহ্, পিটা উইলসন, টনি কারেন, স্টুয়ার্ট টাউনসেন্ড, শ্যান ওয়েস্ট, জেসন ফ্লেমিং ও রিচার্ড রক্সবার্গ। চলচ্চিত্রটি বক্স অফিসে বিশ্বব্যাপী $১৭৯,২৬৫,২০৪ ডলার, ভাড়া থেকে $৪৮,৬৪০,০০০ ডলার ও ডিভিডি বিক্রি করে ২০০৩ সালে $৩৬,৪০০,০০ ডলার আয় করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The League of Extraordinary Gentlemen"British Film Institute। London। নভেম্বর ১৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০১২ 
  2. The Numbers: Box Office Data

বহিঃসংযোগ[সম্পাদনা]