দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড
![]() দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড এর কভার পৃষ্ঠা | |
লেখক | জুল ভার্ন |
---|---|
মূল শিরোনাম | L'Île mystérieuse |
অনুবাদক | আগনেস কিনলক কিংস্টন এবং ডব্লিউ. এইচ. জি. কিংস্টন (১৮৭৫) স্টিফেন ডব্লিউ. হোয়াইট (১৮৭৬) আই. ও. ইভানস (১৯৫৯) লোয়েল বেয়ার (১৯৭০) সিডনি ক্রাভিজ (২০০১) জর্ডান স্টাম্প (২০০১) |
অঙ্কনশিল্পী | জুল ফেরাট |
দেশ | ফ্রান্স |
ভাষা | ফরাসি |
ধারাবাহিক | দ্য এক্সট্রাঅরডিনারি ভয়েজেস #১২ |
ধরন | দুঃসাহসিক উপন্যাস |
প্রকাশক | পিয়ের-জুল হেটজেল |
প্রকাশনার তারিখ | ১৮৭৫ |
মিডিয়া ধরন | মুদ্রণ (শক্তমলাট) |
পূর্ববর্তী বই | অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ |
পরবর্তী বই | দ্য সারভাইভর অব দ্য চ্যান্সেলর |
দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড (ফরাসি: L'Île mystérieuse) হল জুল ভার্ন এর একটি উপন্যাস যা ১৮৭৫ সালে প্রকাশিত হয়। হেটজেল কর্তৃক প্রকাশিত মূল সংস্করণে জুল ফেরাট এর আঁকা অনেকগুলো চিত্র ছিল। উপন্যাসটি ভার্নের টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সী (১৮৭০) এবং ইন সার্চ অব দ্য কাস্টাওয়েজ (১৮৬৭–৬৮) এর মিশ্রিত সিকুয়েল, যদিও এটির আবহ ঐ বইগুলোর আবহের থেকে অনেকটাই ভিন্ন। উপন্যাসটির পারম্ভিক খসড়ার নাম ছিল শিপরেকড ফেমিলি: মেরুনড উইথ আংকেল রবিনসন। এটি ভার্নের প্রকাশক কর্তৃক প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিল এবং প্রকাশের পূর্বে পুনর্লিখিত হয়েছিল। খসড়াটি যে রবিনসন ক্রুসো[১] এবং দ্য সুইস ফেমিলি রবিনসন[২] উপন্যাস দুটি দ্বারা প্রভাবিত ছিল তা বোঝা যায়। ভার্ন তার পরবর্তী উপন্যাস গডফ্রে মরগান (ফরাসি: L'École des Robinsons, ১৮৮২)-এ একই ধরনের আবহ সৃষ্টি করেন।[৩]
দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড এর কালানুক্রম মূল টোয়েন্ডি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সী এর সাথে বেমানান। টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সী এর কাহিনী ১৮৮৬ সালে শুরু হয়। দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড এর কাহিনী শুরু হয় আমেরিকান গৃহযুদ্ধের সময়কালে, তবুও এর কাহিনী টোয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সী এর কিছু বছর পর সংঘটিত হয় বলে অনুমান করা হয়।
অন্যান্য ভাষায় অনুবাদ
[সম্পাদনা]উপন্যাসটি বাংলা ভাষায় সেবা প্রকাশনী হতে শামসুদ্দীন নওয়াব কর্তৃক রহস্যের দ্বীপ নামে ১৯৭৯ সালে প্রকাশিত হয়।
চিত্রশালা
[সম্পাদনা]



তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Krystek, Lee (২০০২)। "Jules Verne: An Author Before His Time?"। The UnMuseum। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৭।
- ↑ "Books in Review: New Editions of "Classic" SF"। Science Fiction Studies। DePauw University। 29 (2)। জুলাই ২০০২।
- ↑ Nash, Andrew (২৭ নভেম্বর ২০০১)। "École des Robinsons (L') - 1882"। JulesVerne.ca। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০০৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]

