দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন
(The Thinker: Portrait of Louis N. Kenton)
শিল্পীটমাস ইয়াকিনস
বছর১৯০০
ধরনক্যানভাস তৈলচিত্র
অবস্থানমেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট, নিউ ইয়র্ক সিটি

দ্য থিঙ্কার:পোর্ট্রেট অফ লুইস এন. কেনটন হল টমাস ইয়াকিনস অঙ্কিত একটি তৈলচিত্র। এটি অঙ্কিত হয় ১৯০০ সালে। ছবিটি ইয়াকিনসের শ্যালক লুইস এন. কেনটনের (১৮৬৫-১৯৪৭) প্রতিকৃতি। এটিকে বলা হয় "ইয়াকিনসের অন্যতম স্মরণীয় পোর্ট্রেট"।[১] ইয়াকিনস তাঁর শেষ জীবনে যে একগুচ্ছ লাইফ-সাইজ দণ্ডায়মান পুরুষের পোর্ট্রেট আঁকেন এটি তার মধ্যে একটি।[১]

দ্য থিঙ্কার ছবির একটি পাঠ (১৯০০), ফার্নসওয়ার্থ আর্ট মিউজিয়াম, রকল্যান্ড, মাইনে।

পাদটীকা[সম্পাদনা]

  1. Wilmerding 1993, p. 148

তথ্যসূত্র[সম্পাদনা]