বিষয়বস্তুতে চলুন

দ্য কোরিয়া টাইমস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য কোরিয়া টাইমস (কোরিয়ান: 코리아타임스; ইংরেজি: The Korea Times) দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক ইংরেজি ভাষার সংবাদপত্র। এটি হানকুক ইলবো (한국일보) নামক একটি প্রধান কোরিয়ান ভাষার দৈনিক পত্রিকার সহোদর প্রকাশনা। দ্য কোরিয়া টাইমস ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ডংহোয়া মিডিয়া গ্রুপের অংশ। পত্রিকাটি দেশীয় ও আন্তর্জাতিক খবর, ব্যবসা, সংস্কৃতি এবং মতামতভিত্তিক নিবন্ধসহ বিভিন্ন বিষয় কভার করে। এটি প্রবাসী এবং ইংরেজি ভাষাভাষী কোরিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম।[]

ইতিহাস

[সম্পাদনা]

দ্য কোরিয়া টাইমস প্রতিষ্ঠা করেন হেলেন কিম ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধ শুরু হওয়ার পাঁচ মাস পর। প্রথম সংস্করণটি প্রকাশিত হয় ১ নভেম্বর, একটি দুই-পৃষ্ঠার ট্যাবলয়েড আকারে। এটি সপ্তাহে ছয় দিন প্রকাশিত হতো—সোমবার বাদে—এবং দাম ছিল ১০০ ওন।[] কিম ১৯৪৯ সালে ইওহা উইমেন্স ইউনিভার্সিটি-র প্রেসিডেন্ট হওয়ার পর পত্রিকাটি প্রকাশের পরিকল্পনা করেন। শুরুর সম্পাদনা দলটি গঠিত হয়েছিল ইওহার ইংরেজি সাহিত্যের অধ্যাপকদের দ্বারা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Park, Jin-hai (সেপ্টেম্বর ২২, ২০১৫)। "About Dongwha Group"The Korea Times। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-০৭ 
  2. Yun, Suh-young (নভেম্বর ১, ২০১১)। "Helen Kim: Mother of the Korea Times"The Korea Times। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-০৭