দ্বিজ মাধব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দ্বিজা মাধব থেকে পুনর্নির্দেশিত)

দ্বিজ মাধব বা মাধবাচার্য ষোড়শ শতাব্দী তথা মধ্যযুগের একজন বাঙালি কবি এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গলকাব্য ঐতিহ্যের অন্যতম উল্লেখযোগ্য অবদানকারী। উত্তরবঙ্গ ও চট্টগ্রামে এই কোভিদ কাব্য খুবই সুপরিচিত। চট্টগ্রামে দ্বিজমাধবের পুরো চণ্ডীমঙ্গল ও ব্রত কথা ছোট ছোট পুঁথি পাওয়া গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এ কাব্যের বিশেষ প্রচলন নাই। কবি কোথাও কোন ভণিতায় তাঁর কাব্যের নাম ‘চণ্ডীমঙ্গল’ বলেননি, কিন্তু কবি নিজে এ কাব্যকে মাঝে মাঝে ‘সারদাচরিত’ বলেছেন, যা ‘সারদামঙ্গল জাগরণ’ নামে পরিচিত বা ‘মঙ্গলচণ্ডীর গীত’, সম্ভবত ১৫৭৯ সালে লেখা হয়েছিল।[১][২]

কবি দ্বিজ মাধব সপ্তগ্রাম-ত্রিবেণী আধুনিক দিনের অঞ্চল হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। [৩] তার পিতা পারাশর যেমন সারদা চরিত্রে বর্ণিত, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। দ্বিজা মাধবকে বৈষ্ণবদের মধ্যে জনপ্রিয় শ্রীকৃষ্ণ মঙ্গল রচনাকারী হিসাবেও চিহ্নিত করা হয়েছে; তবে এর লেখালেখিতে এ বিষয়ে সন্দেহ করেছেন বিদ্বানরা। [১]

দ্বিজ মাধবের রচনার পাণ্ডুলিপি আধুনিক বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায়, যেখানে পরবর্তী কালে সম্ভবত কবি পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছিলেন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chatterjee, Dr Partha (২০০৮)। Bangla Sahitya Parichay (Bengali ভাষায়)। Tulsi Prakashani। পৃষ্ঠা 123–25। আইএসবিএন 81-89118-04-8 
  2. Bhattacharya, Ashutosh (২০০৯)। Bangla Mangal Kabyer Itihas (Bengali ভাষায়) (12th সংস্করণ)। A. Mukherjee and Co.। পৃষ্ঠা 394। 
  3. Bandyopadhyay, Asit Kumar (জুলাই ২০০৬)। Bangla Shityer Itibritta (Bengali ভাষায়) (4th সংস্করণ)। Modern Book Agency Private Ltd। পৃষ্ঠা 95–96।