দ্পাল-ম্ছোগ-দাং-পো'ই-র্দো-র্জে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্পাল-ম্ছোগ-দাং-পো'ই-র্দো-র্জে (ওয়াইলি: dpal mchog dang po'i rdo rje) একাদশ শতাব্দীর একজন তিব্বতী অনুবাদক ছিলেন।

শিক্ষা[সম্পাদনা]

দ্পাল-ম্ছোগ-দাং-পো'ই-র্দো-র্জে একাদশ শতাব্দীর মধ্যভাগে বা শেষ ভাগে তিব্বতের সুমপা শহরে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তিব্বতে শিক্ষালাভ করার পর নেপালকাশ্মীর থেকেও বৌদ্ধধর্ম সম্বন্ধে অধ্যয়ন করেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতমার্গফল সম্বন্ধে শিক্ষালাভ করেন।[১]

অনুবাদকর্ম[সম্পাদনা]

তিনি ভারতীয় পণ্ডিত নাগরক্ষিতের সাথে সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় ছোস-দাং-ছোস-ছেন-গ্তান-লা-ফাব-পা (ওয়াইলি: chos dang chos chen gtan la phab pa) এবং ব্যিস-পা-'জুগ-পা'ই-র্তোগ-গে (ওয়াইলি: byis pa 'jug pa'i rtog ge) নামক দুইটি গ্রন্থ অনুবাদ করেন। এরপর তিনি তিব্বত ফিরে এসে দ্ব্যাংস-চান-মা (ওয়াইলি: dbyangs can ma) নামক তত্ত্ব প্রচার করেন।[১]

শিষ্য[সম্পাদনা]

দ্পাল-ম্ছোগ-দাং-পো'ই-র্দো-র্জের একমাত্র শিষ্য ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পঞ্চম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (2010-11)। "Pelchok Dangpo Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-08-09  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)