বিষয়বস্তুতে চলুন

দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dkon mchog bstan pa'i rgya mtsho) (১৮২৪-১৮৫৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো ১৮২৪ খ্রিষ্টাব্দে তিব্বতের ত্সা-য়ুল (ওয়াইলি: tsa yul) নামক স্থানে ল্দোং (ওয়াইলি: ldong) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়সে ব্লো-ব্জাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang thub bstan 'jigs med rgya mtsho) নামক তৃতীয় 'জাম-দ্ব্যাংস-ব্ঝাদ-পা (ওয়াইলি: 'jam dbyangs bzhad pa) উপাধিধারী লামা তাকে দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে (ওয়াইলি: dkon mchog bstan pa'i sgron me) নামক তৃতীয় গুং-থাং লামা উপাধিধারী বৌদ্ধ ভিক্ষুর পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন এবং এক বছর পরে তাকে তাকে উপাসক, প্রব্রজ্যা ও শ্রমণের শপথ প্রদান করেন। আঠারো বছর বয়সে তিনি লাসা যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের গোমাং মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে র্তা-ত্শাগ-য়োংস-'দ্জিন-দুল-বা-ম্খান-পো-ব্লো-গ্রোস-ব্র্তান-পা (ওয়াইলি: rta tshag yongs 'dzin 'dul ba mkhan po blo gros brtan pa) নামক বৌদ্ধ লামার নিকট শিক্ষালাভ করেন। কুড়ি বছর বয়সে সপ্তম পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। বত্রিশ বছর বয়সে তাকে ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের আটচল্লিশতম প্রধান হিসেবে অধিষ্ঠিত করা হয়। দায়িত্ব লাভ করে তিনি সংঘের নিয়ম কানুনের সংস্কার সাধন করেন এবং এক শতেরও বেশি ভিক্ষু সঠিক নিয়ম পালন না করার অপরাধে এই বিহার থেকে বহিষ্কার করেন। এছাড়া তিনি এই বিহারে ধর্মশিক্ষার আমূল সংস্কার সাধন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Fourth Gungtang, Konchok Tenpai Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২৭ 
পূর্বসূরী
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-স্গ্রোন-মে
দ্কোন-ম্ছোগ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো
চতুর্থ গুং-থাং লামা
উত্তরসূরী
'জাম-দ্ব্যাংস-ব্স্তান-পা'ই-ন্যি-মা