দৌলতুননেসা খাতুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দৌলতন্নেছা খাতুন থেকে পুনর্নির্দেশিত)
দৌলতুননেসা খাতুন
৩ নং সংরক্ষিত মহিলা আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২
পূর্বসূরীজাহানারা রব
উত্তরসূরীনূর-ই-হাসনা লিলি চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৮
সোনাতলা গ্রাম, বগুড়া জেলা, ব্রিটিশ ভারত, বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
মৃত্যু৪ আগস্ট, ১৯৯৭
গাইবান্ধা
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)

 ভারত
বাংলাদেশ বাংলাদেশ)
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীডা: হাফিজুর রহমান
মাতানুরুন্নেসা খাতুন
পিতামোহাম্মদ ইয়াসিন
ধর্মমুসলিম


দৌলতুননেসা খাতুন (১৯১৮-৪ আগস্ট, ১৯৯৭) একজন বাংলাদেশি লেখক ও সমাজকর্মী ছিলেন।[১] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ যিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।[২]

জন্ম ও পরিবার[সম্পাদনা]

দৌলতুননেসা খাতুন ১৯১৮ সালে বগুড়া জেলার সোনাতলা নামের গ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল যশোর জেলায়। তার পিতার নাম মোহাম্মদ ইয়াসিন ও মাতার নাম নুরুন্নেসা খাতুন[৩]। তাঁর ভাই বাংলাদেশের বিশিষ্ট পণ্ডিত এবনে গোলাম সামাদ

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি ১৯৩০ সালে লবণ-আইন অমান্য আন্দোলনে সভা ও শোভাযাত্রায় যোগদান করেছেন। ১৯৩২ সালে আইন-আমান্য আন্দোলনের সময় 'গাইবান্ধা মহিলা- সমিতি' গঠন করেন। সে সময় আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সহায়ক ভূমিকা রাখেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় একটি অনাথ আশ্রম স্থাপন করেন এবং সেবামুলক কাজ চালিয়ে যান। দৌলতুননেসা খাতুন ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদের মহিলা আসন-৩ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য ছিলেন।[২][৪]

সাহিত্যজীবন[সম্পাদনা]

১২ বছর বয়স থেকে লেখালেখি করেন। বঙ্গশ্রী, দেশ, বিচিত্র ইত্যাদি পত্রিকায় লেখা ছাপাতেন। পরশপাথর তার প্রথম উপন্যাস।

পুরস্কার[সম্পাদনা]

নুরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী স্বর্ণপদক, আব্দুর রাজ্জাক স্মৃতি সাহিত্য পুরস্কার', 'দৈনিক দাবানল পুরস্কার' ইত্যাদি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দৌলতুননেসা খাতুন, বাংলাপিডিয়া
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৯১-১৯৩। আইএসবিএন 978-81-85459-82-0 
  4. The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১।