বিষয়বস্তুতে চলুন

দোজো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোজো
কেনডো দোজো
জাপানি নাম
কানজি: 道場
Hiragana: どうじょう

দোজো (道場, দোজো) জাপানি শব্দ যার অর্থ পন্থার জায়গা। প্রথম দিকে মন্দিরের সাথে সংযুক্ত ছিল। এটা উল্লেখ করে, কোন জাপানি আর্টের প্রশিক্ষণের জায়গা কিন্তু বৈশিষ্ট্যমূলকভাবে বিবেচনা করা হয় যেকোনো জাপানি মার্শাল আর্টের ছাত্রদের জমায়েতের জায়গা যেখানে পরীক্ষা, প্রশিক্ষণ, সম্মুখযুদ্ধ পরিচালনা করা হয়।[] জাপানে যে কোন শারীরিক অনুশীলন যেমন পেশাদার কুস্তি স্কুল গুলোকে দোজো বলা হয় কারণ নিকটবর্তী মার্শাল আর্টের মূলের কারণে।

মার্শাল আর্টস দোজো

[সম্পাদনা]

জাপানি মার্শাল আর্টে দোজোকে ব্যবহারকারীদের কাছে বিশিষ্ট এবং অতি যত্নের সাথে বিবেচনা করা হয়। দোজোতে জুতা পরা হয় না। বিভিন্ন কৌশলে অনুশীলনের শুরুতে অথবা শেষে দোজোর প্রথা পদ্ধতিমূলক পরিষ্কার (সজি)ঐতিহ্যগত।

গ্যালারি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Martial Arts"Japan Experience। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১২