বিষয়বস্তুতে চলুন

দৈনিক নেয়ি বাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৈনিক নেয়ি বাত
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটপ্রিন্ট, অনলাইন
মালিকসিএইচ আব্দুল রহমান
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
রাজনৈতিক মতাদর্শস্বাধীন
ভাষাউর্দু
ওয়েবসাইটhttps://www.naibaat.pk/

দৈনিক নেয়ি বাত পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি উর্দু ভাষার দৈনিক পত্রিকা। এটি ২০১১ সালের নভেম্বর মাসে চালু করা হয়েছিল এবং এর প্রধান কার্যালয় লাহোরের গুলবার্গে অবস্থিত। সংবাদপত্রটি প্রতিদিন দুবাই, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, কোয়েটা এবং সরগোধা থেকে প্রকাশিত হয়। সিএইচ আবদুল রেহমান দৈনিক নাই বাতের প্রতিষ্ঠাতা এবং পত্রিকার প্রধান সম্পাদক। দৈনিক নাই বাত সুপিরিয়র গ্রুপ অফ কলেজের ভগিনী সংগঠন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]