দৈত্য (হিন্দুধর্ম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দুধর্মে, দৈত্যরা হলেন অসুরের পাশাপাশি দানবদের একটি জাতি। তারা হলেন দিতি ও ঋষি কশ্যপের সন্তান। তাদের অর্ধ-ভ্রাতাদের প্রতি হিংসার কারণে তারা দেবগণের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করেন। মনু স্মৃতি (১২-৪৮) দৈত্যদের ভালো, কিন্তু একই সময়ে দেবগণের চেয়ে একটি নিম্ন মাত্রায় স্থাপন করে শ্রেণীভুক্ত করেন: "বনবাসী, সন্ন্যাসী, ব্রাহ্মণরা, ভৈমনিকা দেবতাদের জনতা, চন্দ্র প্রাসাদ, এবং দৈত্যরা ধার্মিকতার দ্বারা ঘটিত প্রথম (এবং নিম্ন শ্রেণীর) (গঠন করে)।

দৈতগণের তালিকা[সম্পাদনা]

নিম্নে ভারতীয় পুরাণশাস্ত্র থেকে কিছু উল্লেখযোগ্য দৈত্যদের উল্লেখ করা হলো:

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

  •  "Daitya"। New International Encyclopedia। ১৯০৫। [[Category:উইকিপিডিয়া নিবন্ধ যাতে নিউ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া থেকে একটি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে]]