দেবী (১৯৬০-এর চলচ্চিত্র)
দেবী | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | সুব্রত মিত্র |
রচয়িতা | সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | শর্মিলা ঠাকুর ছবি বিশ্বাস সৌমিত্র চট্টোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায় করুণা বন্দ্যোপাধ্যায় |
সুরকার | ওস্তাদ আলী আকবর খান |
চিত্রগ্রাহক | সুব্রত মিত্র |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি | ১৯.২.১৯৬০ |
স্থিতিকাল | ৯৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা ভাষা |
দেবী ১৯৬০ সালের সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর, ছবি বিশ্বাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]ছবিটার ঘটনা সাজানো হয়েছে ১৮৬০ সালে চাঁদপুরে । দয়াময়ী ও তার স্বামী তার বড় ভাইয়ের (কালীকিঙ্কর রায়)সাথে থাকে। এলাকার ভেতর তিনি একজন নামকরা মানুষ । যখন দয়াময়ীর স্বামী কলিকাতায় চলে যায় পড়া লেখা করার জন্য, তখন দয়াময়ী তার বুড়ো শশুরকে দেখা-শুনা করতে শুরু করে। তার এক পাশে খোকা থাকে যার সাথে তার বড় একটি বন্ধুত্ব শুরু হয়।পরে তিনি একটি স্বপ্ন দেখে যেখানে দয়াময়ীকে তিনি মা কালীর রূপে দেখেন। তিনি বলেন যে সে পূজার করার যোগ্য। যখন একটি মৃত্যুর ছেলে দয়াময়ীর চরণে থাকে, তখন সে সুস্থ হয়ে উঠে এবং খবরটা প্রকাশ হয়। অনেকে সাহায্য চায়। যখন দয়াময়ীর স্বামী এই ঘটনা শুনতে পারে, সে ফিরে আসে। সে এই ভুল প্রথাকে ঠিক করতে বলে।
তারপরে সে দয়াময়ীকে অন্য জায়গায় নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু তিনিও এটার উপর বিশ্বাসী যে সেটা থেকে চলে আসতে পারছে না। খোকা তখন অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় দয়াময়ীর হাতে। শেষ দৃশ্যে দয়াময়ী দৌড়াতে দৌড়াতে একটি মাঠে অদৃশ্য হয়ে যায়।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- শর্মিলা ঠাকুর - দয়াময়ী
- ছবি বিশ্বাস - কালীকিঙ্কর রায়
- সৌমিত্র চট্টোপাধ্যায় - উমাপ্রসাদ
- অনিল চট্টোপাধ্যায় - ভুদেব
- করুণা বন্দ্যোপাধ্যায় - হারাসুন্দরী
- পূর্ণেন্দু মুখার্জী - তারাপ্রসাদ
- অর্পণ চৌধুরী - খোকা
- কালী সরকার - প্রেফেসর সরকার
কলাকুশলীবৃন্দ
[সম্পাদনা]- পরিচালক: সত্যজিৎ রায়
- স্ক্রিনপ্লে লিখেছেন: সত্যজিৎ রায়, প্রভাত কুমার মুখার্জীর দেবী (শর্ট ফিল্ম) থেকে
- চলচ্চিত্র প্রজেজনা: সুব্রত মিত্র
- এডিটিং: দুলাল দত্ত
- শব্দ: দুর্গাদাশ মিত্র
- সংগীতঃ ওস্তাদ আলী আকবর খান
- শিল্প নির্দেশনাঃ বানসি চন্দ্রগুপ্তা
পুরস্কার
[সম্পাদনা]এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এ সর্বোত্তম বৈশিষ্ট্যপূর্ণ বাংলা ছায়াছবির জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক পেয়েছে ১৯৬০ সালে[১] এবং ১৯৬২ সালের কান চলচ্চিত্র উৎসব এ পালমে ডি'অর এ জন্য মনোনীত হয়েছিল ।[২]
আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশের চলচ্চিত্র
- বাংলা চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
- বাংলাদেশী চলচ্চিত্রশিল্পীদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দেবী (ইংরেজি)
- satyajitray.org
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "8th National Film Awards"। International Film Festival of India। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩।
- ↑ "Festival de Cannes: Devi"। festival-cannes.com। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩।
- ১৯৬০-এর চলচ্চিত্র
- ভারতে নারী সম্পর্কে চলচ্চিত্র
- সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র
- সত্যজিৎ রায়ের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- ১৯৬০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় সাদাকালো চলচ্চিত্র
- হিন্দুধর্ম সম্পর্কিত চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ১৯শ শতাব্দীর পটভূমিতে চলচ্চিত্র